দিনাজপুরের খানসামায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
গত বুধবার (১২ মার্চ) বিকেলে উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের বাউরাপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে মো. আরফিন ইসলাম (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে খানসামা থানায় একটি মামলা দায়ের করেছেন। আরফিন ওই এলাকার মো. আফছার আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, আরফিন সম্পর্কে গৃহবধূর প্রতিবেশী ভাশুড়। গৃহবধূর স্বামী পেশায় একজন কৃষক পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করে থাকে। কিছু দিন আগে গৃহবধূর স্বামী রাজমিস্ত্রীর কাজ করার জন্য চট্টগ্রামে চলে যায়। ওই দিন দুপুর বেলা গৃহবধূর স্বামী মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, ভুট্টা ক্ষেতের জমিতে আরফিন তার শ্যালো মেশিন দ্বারা পানির সেচ দেওয়ার কথা আছে, পানি দিয়েছে কি না তা চেক করে গ্রামের কোন পরিচিত লোকের মাধ্যমে ভূট্টা ক্ষেতে সার দিতে বলে। গৃহবধূর তার স্বামীর কথা অনুযায়ী মরা নদীর পাড় নামক এলাকায় ভূট্টা ক্ষেতে পানি দিয়েছে কিনা চেক করার জন্য যায়। সেখানে যাওয়ার পর গৃহবধূ দেখে, আরফিন ইতিমধ্যে ভুট্টা ক্ষেতে পানি দিয়েছে, কিন্তু কিছু কিছু উচু জায়গায় পানি না উঠার কারণে শুকনা রয়েছে। তখন গৃহবধূ ঘটনাস্থলে পূর্বেই রেখে আসা ইস্টিলের বাটি দ্বারা, বসে ভূট্টা ক্ষেতের শুকনা জায়গায় পানি ছেকে দেয়। উক্ত সময় আরফিন গৃহবধূর কাছে আসে এবং রোজা আছে কি না তা জিজ্ঞেস করেন। একপর্যায়ে আরফিন গৃহবধূকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে এবং ভূট্টা ক্ষেতের মধ্যে ধস্তাধস্তিসহ পরিহিত জামা কাপড় খুলে ধর্ষনের চেষ্টা করে। উক্ত সময় গৃহবধূ আরফিনকে দুই হাত দ্বারা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে আসে। এ ঘটনা আরফিনের বাড়ীতে গিয়ে তার স্ত্রী মোছা. মমতা আক্তারকে খুলে বলে। এমতাবস্থায় বিষয়টি গৃহবধূ তার স্বামীকে মোবাইল ফোনে জানায়।
এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পলাতক আরফিন ইসলামকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
এনআই