মুন্সীগঞ্জের সিরাজদিখানে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ২৮টি ডিলারের মাধ্যমে প্রায় ৯হাজার কার্ডধারি হতদরিদ্র পরিবারের মাঝে ১৫ টাকা দরে ৩০ কেজি করে মার্চ মাসের চাল বিক্রি কার্যক্রম শুরু করেছে।
রবিবার (১৬ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ১৪টি ইউনিয়নে এ বিক্রি কার্যক্রম শুরু করে ডিলাররা। এতে হতদরিদ্র পরিবারের সদস্যরা এচাল স্বাচ্ছন্দে নিয়ে যাচ্ছেন।
কুসুমপুর এলাকার চাল ডিলার মেসার্স হুমায়রা এন্টারপ্রাইজের মালিক আব্দুল হালিম মিয়া বলেন, আমার আন্ডারে ৩২১জন হতদরিদ্র পরিবারের সদস্য ১৫টাকা দরে ৩০কেজি করে চাল কিনতে পাবেন। আজ ১৫৬ জনের কাছে চাল বিক্রি করেছি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) এনি রহমান বলেন, সরকার খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে ১৪ টি ইউনিয়নে ২৮ টি বিক্রয় কেন্দ্রে খাদ্য বান্ধব ডিলারের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ৯হাজার জন কার্ডধারি হতদরিদ্র পরিবারের মাঝে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এতে প্রতি সপ্তাহে রবি, সোম ও মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ বিক্রি কার্যক্রম চলবে। ট্যাগ অফিসারগন ডিলারের দোকানের চালের মজুদ যাচাই করে বিক্রি কার্যক্রম শুরু করবে এবং বিক্রি শেষে মজুদ রেজিষ্টারে স্বাক্ষর প্রদান করবে।
এসআর