এইমাত্র
  • কেরানীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি
  • ময়মনসিংহে ছদ্মবেশে থাকা নারীসহ আরাকান আর্মির ৪ সদস্য আটক
  • যুক্তরাষ্ট্রের হুতিবিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৫৩
  • কর্মবিরতি প্রত্যাহার, দেড় ঘণ্টা পর মেট্রোরেলে চালু টিকিট ব্যবস্থা
  • প্রধান উপদেষ্টা আজ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন
  • সন্তানের গলায় চাকু ধরে মাকে ধর্ষণ চেষ্টা
  • কর্মীদের কর্মবিরতিতে মেট্রোরেল চলাচল বন্ধ
  • ‘স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না’ খবরটি সত্য নয়
  • সাংবাদিককে ফাঁসানোর চেষ্টাকারী মাদকের সেই দিদারুলকে ‘স্ট্যান্ড রিলিজ’
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার
  • আজ সোমবার, ৩ চৈত্র, ১৪৩১ | ১৭ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    নবীনগর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৩১ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৩১ পিএম

    নবীনগর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৩১ পিএম

    পবিত্র রমাদানের আত্মশুদ্ধির অনুপ্রেরণায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে এক হৃদয়গ্রাহী দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার ( ১৬ মার্চ) নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ পবিত্র অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহামেদ উজ্জ্বল ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশ্রাফ হোসেন রাজু,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মহিউদ্দিন আহমেদ মহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টু দেলোয়ার হোসেন সোহেল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, আলেম-ওলামা, রাজনীতিবিদ ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা এ আয়োজনে অংশ নেন।

    ইফতারের পূর্বে মাহে রমাদানের ফজিলত, আত্মসংযম, তাকওয়া অর্জন এবং দান-সদকার গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, “রমাদান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ। এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়। তাই আমাদের উচিত বেশি করে ইবাদত করা, অসহায়দের সহায়তা করা ও সংযমের চর্চা করা।

    প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এম এ মান্নান বলেন এই নবীনগরে কোনো চাঁদাবাজি থাকবে না, এই নবীনগরে বৈষম্য থাকবে না,এই নবীনগর হবে আধুনিক উন্নয়নের রূপকার,আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমি এই প্রেসক্লাবের জন্য নিজস্ব জায়গা সহ ভবন নির্মাণ করার চেষ্টা করব।

    এরপর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত সকলে মহান রবের দরবারে প্রার্থনা করেন, যেন তিনি এ রমাদানের বরকতে সকলের গুনাহ মাফ করেন, রহমত ও মাগফিরাত দান করেন এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করেন।

    এরপর এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন। নবীনগর প্রেসক্লাবের সভাপতি বলেন, “রমাদান আমাদের ধৈর্য, সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। আমাদের এই আয়োজনের উদ্দেশ্য—সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেওয়া। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা এ ধরণের আয়োজন অব্যাহত রাখব।”

    প্রতিবছরের মতো এবারও নবীনগর প্রেসক্লাবের এই আয়োজন একটি সুন্নতপরায়ণ ও সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। এতে স্থানীয় সাংবাদিক, আলেম-ওলামা, পেশাজীবী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এক ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

    নবীনগর প্রেসক্লাব ভবিষ্যতেও এমন কল্যাণকর ও ইবাদতমূলক আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…