ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপি দীর্ঘদিন আন্দোলন করছে উল্লেখ করে সকলের কাছে সহযোগিতা কামনা করা হয়।
রবিবার(১৬মার্চ) বিকেলে কুশুরা ইউনিয়নের মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা-২০(ধামরাই) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইয়াছিন ফেরদৌস মুরাদ।
প্রধান অতিথির বক্তব্যে মুরাদ বলেন, যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে তারাই বিএনপিকে ভালবাসে এবং সমর্থন করে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত ৫ই আগষ্ট স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমরা যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে সরাসরি তারেক রহমানের নের্তৃত্বে রাজপথে ছিলাম তারা কখনোই অন্যায় অত্যাচার ও জুলুমের রাজনীতিতে বিশ্বাসী নই। মানুষের প্রতি ভালবাসা, উদারতা বিনিময়ের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেইদিন তারেক রহমান পৃথিবির ইতিহাসে সর্বোচ্চ ভোটে ও ভালবাসায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন। সেইদিনই আমাদের আন্দোলন সংগ্রাম বন্ধ হবে।
মুরাদ আরো বলেন, ধামরাইয়ের উন্নয়নে সকল শ্রেনি-পেশার মানুষদের সাথে নিয়ে কাজ করবে বিএনপি। এসময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সকল মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন ইয়াছিন ফেরদৌস মুরাদ।
হাজী লোকমান দেওয়ান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ধামরাই থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ.জলিল, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, বিএনপি নেতা খলিলুর রহমানসহ আরো অনেকে। এসময় কুশুরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় দেড় হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এনআই