এইমাত্র
  • কর্মীদের কর্মবিরতিতে মেট্রোরেল চলাচল বন্ধ
  • ‘স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না’ খবরটি সত্য নয়
  • সাংবাদিককে ফাঁসানোর চেষ্টাকারী মাদকের সেই দিদারুলকে ‘স্ট্যান্ড রিলিজ’
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার
  • ঠাকুরগাঁওয়ে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • এস কে সুর, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে আরও তিন মামলা
  • প্রাথমিক শিক্ষার মান উন্নত হয়নি: উপদেষ্টা রঞ্জন রায়
  • মাদ্রাসায় যাওয়ার পথে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু
  • রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • অনলাইন ক্লাস শেষে ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • আজ সোমবার, ৩ চৈত্র, ১৪৩১ | ১৭ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    রাজশাহীতে নিখোঁজের ছয় দিন পর কৃষকের লাশ উদ্ধার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৮:৩২ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৮:৩২ পিএম

    রাজশাহীতে নিখোঁজের ছয় দিন পর কৃষকের লাশ উদ্ধার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৮:৩২ পিএম

    রাজশাহীর মোহনপুর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর আলতাফ শাহ (৫২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার তুলশিক্ষেত্র বিলের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত আলতাফ শাহ মোহনপুর উপজেলার ধুরইল মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। পরিবার জানায়, ৯ মার্চ রাতে তিনি সরকার পুকুর মাঠে নিজের জমিতে সেচ দিতে যান। এরপর আর বাড়ি ফেরেননি।

    পরদিন সকালে পরিবারের সদস্যরা জমিতে গিয়ে মগজসদৃশ মাংস ও কিছুটা দূরে রাস্তায় ফোটা ফোটা রক্তের দাগ দেখতে পান। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। ওই সময় থেকে আলতাফের চাচাতো ভাই শরিফুল ইসলাম ও তার পরিবার পলাতক রয়েছে।

    রোববার দুপুরে স্থানীয়দের মাধ্যমে বিলের ডোবায় একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, "লাশের মাথা থেঁতলানো ছিল এবং শরীরে কোনো পোশাক ছিল না। পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।"

    আলতাফের নিখোঁজের ঘটনায় তার চাচা মোস্তফা ও চাচাতো ভাই শরিফুলসহ ছয়জনের বিরুদ্ধে আগেই হত্যা ও অপহরণের অভিযোগে মামলা হয়েছিল। ওই মামলায় মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি কিছু জানাননি। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…