এইমাত্র
  • কর্মীদের কর্মবিরতিতে মেট্রোরেল চলাচল বন্ধ
  • ‘স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না’ খবরটি সত্য নয়
  • সাংবাদিককে ফাঁসানোর চেষ্টাকারী মাদকের সেই দিদারুলকে ‘স্ট্যান্ড রিলিজ’
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার
  • ঠাকুরগাঁওয়ে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • এস কে সুর, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে আরও তিন মামলা
  • প্রাথমিক শিক্ষার মান উন্নত হয়নি: উপদেষ্টা রঞ্জন রায়
  • মাদ্রাসায় যাওয়ার পথে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু
  • রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • অনলাইন ক্লাস শেষে ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • আজ সোমবার, ৩ চৈত্র, ১৪৩১ | ১৭ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৮:৪২ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৮:৪২ পিএম

    আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৮:৪২ পিএম

    ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আমির হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করার অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে উপজেলার দক্ষিণ শিরগ্রাম এলাকার রজব আলী মীরের ছেলে সৈয়দ সোহেল (৪২) নামে এক ব্যক্তিকে দায়ী করেছেন তিনি।

    এদিকে রোববার (১৬ মার্চ) সকালে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিকট একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা আমির হোসেন।

    প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, সৈয়দ সোহেল এলাকায় আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে পরিচিত। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সৈয়দ সোহেল পরিকল্পিত ভাবে বর্তমান সরকারের বিপক্ষে কথাবার্তায় লিপ্ত থাকে। সেইসঙ্গে শেখ হাসিনা সরকার যেকোন বিনিময়ে দেশে এসে সরকার গঠন করবে মর্মে সমাজে প্রচার করতে থাকে। বর্তমান সরকার বিরোধী কথাবার্তা বলার কারণে স্থানীয় লোকদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। আমি জাতীয়তাবাদী দলের রাজনীতি করার কারণে স্থানীয়রা বিষয়টি আমাকে জানায়। পরবর্তীতে আমি সৈয়দ সোহেলকে এধরণের কথাবার্তা বলা থেকে বিরত থাকতে বললে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরই জের ধরে সম্প্রতি সৈয়দ সোহেলের ব্যবহৃত 'স্বপ্নের পৃথিবী' নামক একটি ফেসবুক আইডি থেকে আমাকে 'চাঁদাবাজ' আখ্যা দিয়ে মিথ্যা ও বানোয়াট পোস্ট করেন।

    আমির হোসেন বলেন, সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমার বিরুদ্ধে মনগড়া মিথ্যা প্রপাগন্ডা ছড়ানো হয়েছে। এতে আমার অর্জিত সুনাম ক্ষুন্ন হয়েছে। এধরণের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আজিজ জানান, মিথ্যা ও বানোয়াট তথ্য জাতির সামনে উপস্থাপন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে গুজব লীগে পরিণত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার তারই প্রমাণ করে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ রাখছি।

    তবে জানতে চাইলে অভিযুক্ত সৈয়দ সোহেল ঘটনার অস্বীকার করে বলেন, এধরণের কোন পোস্ট আমি ফেসবুকে করিনি। স্বেচ্ছাসেবক দলের নেতা আমির হোসেন কোন চাঁদাবাজির সঙ্গে জড়িত কিনা এমন প্রশ্নের প্রতিত্তোরে তিনি বলেন, এরকম কোন অভিযোগ তার বিরুদ্ধে কখনও শুনিনি।

    আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…