এইমাত্র
  • ‘ধর্ষণ’ শব্দে আপত্তির পর সমালোচনার মুখে ‘দুঃখ প্রকাশ’ ডিএমপি কমিশনারের
  • কেরানীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি
  • ময়মনসিংহে ছদ্মবেশে থাকা নারীসহ আরাকান আর্মির ৪ সদস্য আটক
  • যুক্তরাষ্ট্রের হুতিবিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৫৩
  • কর্মবিরতি প্রত্যাহার, দেড় ঘণ্টা পর মেট্রোরেলে চালু টিকিট ব্যবস্থা
  • প্রধান উপদেষ্টা আজ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন
  • সন্তানের গলায় চাকু ধরে মাকে ধর্ষণ চেষ্টা
  • কর্মীদের কর্মবিরতিতে মেট্রোরেল চলাচল বন্ধ
  • ‘স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না’ খবরটি সত্য নয়
  • সাংবাদিককে ফাঁসানোর চেষ্টাকারী মাদকের সেই দিদারুলকে ‘স্ট্যান্ড রিলিজ’
  • আজ সোমবার, ৩ চৈত্র, ১৪৩১ | ১৭ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    সরকার প্রধান ইউনুস সাহেবকে আমরা সহযোগিতা করতে চাই, সালাম পিন্টু

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:৫৩ পিএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:৫৩ পিএম

    সরকার প্রধান ইউনুস সাহেবকে আমরা সহযোগিতা করতে চাই, সালাম পিন্টু

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:৫৩ পিএম

    বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, বর্তমান সরকার প্রধান ইউনুস সাহেবকে আমরা সহযোগিতা করতে চাই। সে যদি সুন্দর কাজ করে আমরা তাদের সহযোগিতা করতে চাই, এবং তার বিভিন্ন কাজে আমাদের দল সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।

    কিন্তু যে জিনিসটার জন্য আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সেটি হচ্ছে এই দেশে একটি সুষ্ঠ নির্বাচন। গণতন্ত্র প্রতিষ্ঠা করা। ৭৪ সালের দূর্ভিক্ষে মানুষ প্রাণ দেয় নাই, লুণ্ঠন করে নাই, কিন্তু গণতন্ত্রের জন্য বিভিন্ন সময়ে মানুষ প্রাণ দিয়েছে। তাই আমি মনে করি গণতন্ত্র প্রতিষ্ঠা করা অপরিহার্য হয়ে পড়েছে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচন দরকার। যাতে এদেশের মানুষ তাদের ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে এবং সরকার গঠন করতে পারে সেই ব্যাবস্থা করা দরকার। একটি সুষ্ঠ, সুন্দর নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার। যে ক্ষমতায় আসবে তাঁকেই আমরা স্যালুট দিব, কিন্তু জনগনের ভোট জনগনকেই দিতে হবে। জনগনের ভোটাধিকার ফেরত দেয়ার জন্য আমি আবেদন জানাব।

    রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, সরকারের কাছে আবেদন জানাব, আপনারা সংস্কার করেন, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু দ্রুত সংস্কার শেষ করে একটি সুষ্ঠ নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগনের ভোটাধিকার জনগনের কাছে ফেরত দিবেন, এবং একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

    বাংলাদেশের মানুষের মধ্যে অনেক ক্ষোভ আছে, দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে, গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, ভ্যাট বেড়ে যাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই বিষয়গুলো সরকারকে খেয়াল রাখতে হবে।

    জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসগুলো নিয়ে আসতে হবে, আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় সন্ত্রাস, চাঁদাবাজি করে যাচ্ছে। তাদেরকেউ প্রতিরোধ করতে হবে। দেশটা সুন্দর ভাবে চলে তার ব্যাবস্থা করতে হবে। সেই জন্য আমি মনে করি বিএনপির ভাইয়েরা, বিএনপির অঙ্গসংগঠনের ভাইয়েরা, আমাদের জনগনের আস্থা অর্জন করতে হবে। জনগনের ভালোবাসা অর্জন করতে হবে। জনগনের আস্থা এবং ভালোবাসার মধ্য দিয়ে আমরা তাদের পাশে থাকতে চাই।

    আওয়ামী লীগ সরকার বিনা ভোটে ক্ষমতায় এসে মানুষকে নির্যাতন অত্যাচার করেছে। বাংলাদেশের হাজার হজার কোটি টাকা পাচার করে বিদেশে অট্টালিকা করেছে। আল্লাহ তাদের বার বার সুযোগ দিয়েছেন কিন্তু ছাড় দেন নাই। আল্লাহর রহমতে তাদের পতন হয়েছে। আমি জেলে ছিলাম, আপনারাও জেলে ছিলেন। কেউ মুখ খুলতে পারেন নি। কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেন নাই। আমি মনে করি আপনারাও এক প্রকার জেলে ছিলেন। একটি আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে।

    সালাম পিন্টু বলেন, কোনদিন দিন কল্পনা করিনি আপনাদের সাথে মিলিত হবো। কবে মৃত্যুবরণ করবো কবে ফাঁসির কাস্টে ঝুলবো এর মধ্য দিয়ে আমার কয়েকটি বছর কেটে গেছে। কিন্ত আল্লাহর রহমতে মুক্তি লাভ করেছি।

    বিএনপি'র কেন্দ্রীয় এ নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। ৭৪ সালের দূর্ভিক্ষে মানুষ খেত পায় নাই, সেই সময় কলা পাতায় মানুষ দাফন করা হতো। সেই সময় তিনি দেশকে রক্ষা করেছিলেন। দেশের আনাচে কানাচে উৎপাদন ব্যাবস্থা দ্বিগুন তিনগুন করার পরিকল্পনা করেছিলেন। খাল খনন প্রকল্প কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের কৃষি উৎপাদন ব্যবস্থা দ্বিগুন থেকে দ্বিগুনত্বর করেছিলেন। তলাবিহীন ঝুড়ি থেকে শক্তিশালী বাংলাদেশে পরিনত করার চেষ্টা করেছিলেন। কৃষি উৎপাদন বাড়ানোর সাথে সাথে শিল্প ব্যবস্থার বিপ্লব ঘটিয়েছিলেন। যখন বুঝতে পারলো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তখন তারা জিয়াউর রহমানকে হত্যা করলো।

    অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওসমান গনির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপি'র সাধারন সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন নান্নু, উপজেলা বিএনপির সহসভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, অলোয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম হাসান প্রমুখ।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…