এইমাত্র
  • এবার ইসরায়েলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিলো লেবানন
  • এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না
  • পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ : রিজওয়ান হাসান
  • ১৫ বছরের নিচে হজে যেতে বারণ, যা বলছে ধর্ম মন্ত্রণালয়
  • সাংবাদিকদের নবম গ্রেডে বেতন ও যোগ্যতা নির্ধারণের প্রস্তাব
  • এবার লেবানন থেকে ইসরাইলে দফায় দফায় রকেট হামলা
  • ভিয়েতনাম থেকে তৃতীয় চালানে এলো ২৯ হাজার টন চাল
  • অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশ
  • কমিশনের বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো দ্রুত কার্যকর করা হবে: প্রধান উপদেষ্টা
  • গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ ফেরানোর আহ্বান ৩ প্রভাবশালী দেশের
  • আজ শনিবার, ৮ চৈত্র, ১৪৩১ | ২২ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    আ.লীগের কবর ৫ আগষ্ট রচনা হয়ে গেছে: ইশরাক

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:১৪ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:১৪ পিএম

    আ.লীগের কবর ৫ আগষ্ট রচনা হয়ে গেছে: ইশরাক

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:১৪ পিএম

    স্বৈরাচার আওয়ামী লীগের কবর অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতির কবর গত ৫ আগষ্ট রচনা হয়ে গেছে। যেই জিনিস কবরে রচনা হয়ে গেছে, তাকে নিষিদ্ধ করার কি আছে? নিষিদ্ধ হয়েই তো সে কবরে গেছে। এটাকে নিষিদ্ধ করার কোনো মানে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী মো. ইশরাক হোসেন। আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে তিনি ভোলায় এসব কথা বলেন।

    শুক্রবার (২১ মার্চ) ভোলা সদর উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশের মানুষের কল্যানে দোয়া এবং ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ইশরাক এসব কথা বলেন।

    ইশরাক বলেন, গতকাল ইন্টারন্যাশনাল ক্রাইসিস প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অন্তবর্তীকালীন সরকার ড. মোহাম্মদ ইউনূস বলেছেন- আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। কিন্তু, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে খুনি স্বৈরাচারি ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের কোনো দিন আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না। আমরা কোনো দিনও তা হতে দেব না। আওয়ামী লীগকে পুর্নবাসনের চেষ্টা করা হলে আমরা সর্বশক্তি দিতে তা রুখে দেব।

    অন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি তুলে তুলে ইশরাক আরো বলেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের জোড়ালো দাবি জানাতে চাই। আওয়ামী লীগের বিচারের প্রক্রিয়া তরান্বিত করা হোক এবং তাদের নিবন্ধন বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অবিলম্বে নেওয়া হোক।

    নিজ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ইশরাক হোসেন বলেন, আমাদের সংযোজন, সংযত ও আদর্শবান হতে হবে। দেশের মানুষের কল্যানে কাজ করতে হবে। এজন্য আমাদের জনগণের পাশে থাকতে হবে, জনসমর্থন আদায় করে নিতে হবে। কোনো কর্মকাণ্ডে যেন মনক্ষুণ্ন না হয়, সেটি আমাদের নিশ্চিত করতে হবে। বিএনপির ভেতরে ঢুকে থাকা বিএনপির নাম ব্যবহার করে কতিপয় যে দুর্বৃত্তরা রয়েছে তাদের চিহ্নিত করতে হবে।

    ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফের সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিনের সঞ্চালণায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরণসহ অন্যান্য নেতৃবৃন্দরা।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…