এবারের ঈদুল ফিতরে যশোর জেলায় ৩ হাজার ৪০৩ মেট্রিকটন ভিজিএফের চাল বিতরণ করা হবে। ৩ লাখ ৪০ হাজার ৩৪৭ কার্ডধারী দুস্থ ও অসহায় মানুষ সহায়তা হিসেবে এই চাল পাবেন। প্রতি কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেয়া হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর সূত্রে জানা গেছে, যশোরের ৮ উপজেলায় ১ লাখ ৫৪ হাজার ৭৭০ কার্ডে চাল বিতরণ করা হবে ১ হাজার ৫৪৭ মেট্রিকটন । এছাড়া ৮ টি পৌরসভায় ৩ লাখ ৪০ হাজার ৩৪৭ কার্ডে ৩ হাজার ৪০৩ মেট্রিকটন চাল দেয়া হবে।
এরমধ্যে শার্শা উপজেলায় ২৩ হাজার ৬০২ কার্ডে ২৩৬ দশমিক ২০ মেট্রিকটন , মনিরামপুর উপজেলায় ২৯ হাজার ৭৫০ কার্ডে ২৯৭ দশমিক ৫০০ মেট্রিকটন, কেশবপুর উপজেলায় ১৬ হাজার ৯৫২ কার্ডে ১৬৯ দশমিক ৫২০ মেট্রিকটন , ঝিকরগাছা উপজেলায় ১৫ হাজার ২২৫ কার্ডে ১৫২ দশমিক ২৫০ মেট্রিকটন , চৌগাছা উপজেলায় ১২ হাজার ৪৬৫ কার্ডে ১২৪ দশমিক ৬৫০ মেট্রিকটন, বাঘারপাড়া উপজেলায় ১৬ হাজার ৩৬৩ কার্ডে ১৬৩ দশমিক ৬৩০ মেট্রিকটন , অভয়নগর উপজেলায় ৯ হাজার ৮৩ কার্ডধারী ৯০ দশমিক ৮৩০ মেট্রিকটন চাল পাবে।
এছাড়া যশোর পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন, নওয়াপাড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন, কেশবপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন, বেনাপোল পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন, মনিরামপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন, ঝিকরগাছা পৌরসভায় ৩ হাজার ৮১ কার্ডে ৩০ দশমিক ৮১০ মেট্রিকটন,
চৌগাছা পৌরসভায় ৩ হাজার ৮১ কার্ডে ৩০ দশমিক ৮১০ মেট্রিকটন ও বাঘারপাড়া পৌরসভায় ১ হাজার ৫৪০ কার্ডে ১৫ দশমিক ৪০০ মেট্রিকটন চাল বিতরণ করা হবে।
যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের জানান, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কার্ডের মাধ্যমে চাল দেয়া হবে। ভিজিএফ কার্ডে চাল বিতরণে কোন ইউনিয়ন পরিষদে অনিয়ম হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
এইচএ