নরসিংদীর রায়পুরায় চাঞ্চল্যকর দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হওয়ার ঘটনার খবর প্রকাশ করায় এক সাংবাদিককে জবাই করে হত্যা করার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। দৈনিক আমার বার্তা পত্রিকার পলাশ উপজেলা মাল্টিমিডিয়া রিপোর্টার পারভেজ আহমেদ এ ঘটনায় শনিবার (২৪ মার্চ) সোমবার বিকেলে পলাশ থানায় অভিযোগ দায়ের।
সাংবাদিক পারভজ আহমেদ জানান, আমি দৈনিক আমার বার্তা (মাল্টিমিডিয়া) নরসিংদীর পলাশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। গত শুক্রবার (২১ মার্চ) রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই জন নিহত শিরোনামে আমার বার্তা ফেসবুক পেজে একটি ভিডিও নিউজ প্রকাশ করা হয়। যে নিউজটি নরসিংদী জেলা প্রতিনিধির নামে প্রকাশ করা হয়। কিন্তু এর জের ধরে ২২ মার্চ ভোরে দুটি অপরিচিত নম্বর থেকে আমার মুঠোফোনে কল আসে। আমি কল রিসিভ করার পর অজ্ঞাত একজন জানতে চায় আমি কেনো নিউজ করেছি। এজন্য সে আমাকেসহ নরসিংদী ও রায়পুরার সকল সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি দেয়।
হুমকি পাওয়ার পর ঐ সাংবাদিক নিজের জীবনের নিরাপত্তার জন্য পলাশ থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় নরসিংদী সাংবাদিক মহলের ও দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সকল সাংবাদিক ভাইয়েরা যেন ঐক্যবদ্ধ ভাবে সবাই সবার পাশে থেকে অপরাধীদের বিরুদ্ধে কাজ করে এই অনুরোধ করেন তিনি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন জানান, সাংবাদিক পারভেজ আহমেদকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে এমন বিষয়ে দুইটি ফোন নম্বর সম্মিলিত একটা অভিযোগ পত্র গ্রহণ করেছি। পুলিশের একজন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এইচএ