কক্সবাজার টেকনাফে পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার সাগরে ডুবিয়ে গেছে উক্ত ঘটনায় জিবিত ২৫ জন উদ্ধার হলেও অনেক জন নিখোঁজ ছিল।
অবশেষে শনিবার (২২ মার্চ) বিকালের দিকে সীমান্ত প্রহরী বিজিবির সহায়তায় এক শিশুসহ চার রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তবে এই দুর্ঘটনায় বিজিবির এক সদস্যসহ বেশ কয়েকজন রোহিঙ্গা এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছেন বিজিবি।
এবিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মৃতদেহ উদ্ধার হওয়ার খবর পেয়েছি। তবে বিষয়টি সীমান্ত প্রহরী বিজিবির সদস্যরা দেখছে।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার টেকনাফ উপকুলে অনুপ্রবেশ করার সময় ডুবে যায়। এরপর বিষয়টি বিজিবির নজরে আসলে ডুবন্ত মানুষ গুলোকে উদ্ধার করার জন্য বিজিবি সদস্যরা সাগরে ঝাঁপিয়ে পড়ে নারি-শিশুসহ ২৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।
তবে উদ্ধার কার্যক্রম চলাকালীন সময়ের মধ্যে বিজিবির এক সদস্য নিখোঁজ হয়ে যায়। পাশাপাশি ট্রলার ডুবির ঘটনায় বেশ কয়েক রোহিঙ্গা সাগরে ডুবে গিয়ে নিখোঁজ ছিল।
সীমান্ত প্রহরী টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, নিখোঁজদের উদ্ধার করার জন্য বিজিবি সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান এই কর্মকর্তা।
এআই