কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহবায়ক রাকিবুল হাসান রাশেদ এবং সদস্য সচিব জোবায়দুল ইসলাম।
সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কুড়িগ্রাম জেলা কমিটির আহবায়ক হোসাইন আহমেদ হিজল ও সদস্য সচিব এমারুল হক টুটুল এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উলিপুর উপজেলা শাখার আহবায়ক রাকিবুল হাসান রাশেদ ও জোবায়দুল ইসলামকে সদস্য সচিব করে নয় জনকে যুগ্ন-আহবায়ক এবং ৫০ জন সদস্য করে মোট ৬১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদনের তারিখ হতে পরবর্তী তিন মাসের মধ্যে ইউনিয়ন কমিটি করে, জেলা কমিটি বরাবর প্রেরণের নিদের্শ প্রদান করা হলো।
নবগঠিত কমিটির সদস্য সচিব জোবায়দুল ইসলাম বলেন, নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের সাথে নিয়ে সবসময় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকের পাশে থেকে, আগামী দিনগুলোতে মানসম্মত শিক্ষা বিস্তারের জন্য আমরা কাজ করে যাবো।
এআই