চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে চাঁদপুর জেলার সর্বস্তরের জনগণ ও চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এই সমাবেশ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, চাঁদপুর সহ দেশের ৬টি সরকারি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র করবেন। শিক্ষার্থীদের রক্তের দাগ না শুকাতে এই সরকার মেডিকেল কলেজগুলো বন্ধের নীল নকশা আঁকছেন। তা বন্ধ করে অবকাঠামো নির্মাণ করার আহ্বান জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, চাঁদপুরের কয়েকটি জেলার মানুষ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। সে ক্ষেত্রে চাঁদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলে এই সংকট কেটে যাবে। ইতোমধ্যে স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম সমাপ্ত হওয়ার পথে। তারপর একটি চক্র এটি বন্ধের পাঁয়তারা করে আসছে। তারা প্রতিবাদ জানিয়ে অচিরেই চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান তারা।
চাঁদপুর মেডিকেল কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৪শ’।
এরআগে, শনিবার একই স্থানে চাঁদপুর শহর ছাত্র শিবিরের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় ছাত্র শিবিরের কর্মী ও শিক্ষার্থীরা।
এইচএ