এইমাত্র
  • সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন প্রসঙ্গে যা বললেন ধর্ম উপদেষ্টা
  • লন্ডনের কিংসমেডাও খোলা মাঠে ঈদের নামাজ পড়লেন তারেক রহমান
  • ঝালকাঠিতে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
  • কালিয়াকৈর চন্দ্রায় ১৬ বছর পর ঈদযাত্রায় স্বস্তি
  • চীনের বিনিয়োগে দেশে হবে বিশেষায়িত হাসপাতাল
  • আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল
  • শরীয়তপুরের ৩০ গ্রামে আগাম ঈদ উদযাপন
  • ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল তালেবান সরকার
  • রাজধানীতে ঈদ জামাতের নিরাপত্তায় থাকবে ১৫ হাজার পুলিশ
  • ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
  • আজ রবিবার, ১৬ চৈত্র, ১৪৩১ | ৩০ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    ফটিকছড়িতে স্কুল প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১১:১৫ পিএম
    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১১:১৫ পিএম

    ফটিকছড়িতে স্কুল প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১১:১৫ পিএম

    চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজারের মুহাম্মদ পুর স্কুলের প্রধান শিক্ষক মফিজুল ইসলামের বিরুদ্ধে বানোয়াট ও মিথ্যা অভিযোগ এবং লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুলের সাবেক শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী।

    বুধবার (২৬ মার্চ) সকাল ১১ টায় আধারমানিক রাস্তামাথা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, মফিজ স্যারের বিরুদ্ধে ওলিউল্ল্যাহ চৌধুরী যে অভিযোগ করেছে আসলে তা মিথ্যা ও বানোয়াট, যার কোনো ভিত্তি নেই। বক্তারা আরও বলেন, মূলত মফিজ স্যারের সম্মানহানি ও লাঞ্ছিত করার জন্যই এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

    বক্তারা আরো বলেন, ওলিউল্ল্যাহ চৌধুরী স্বৈরচারের দোসর,বিগত সব চেয়ারম্যানের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করছে। এখনও করতে চাচ্ছে।

    এসময় স্কুলের সাবেক সভাপতি জেসমিন আক্তার বলেন, “আমি সভাপতি থাকা অবস্থায় ওলিউল্ল্যাহ চৌধুরী সহ কয়েকজন মিলে স্কুলের গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে, কিন্তু সেই অর্থের কোনো হিসাব কাউকে দেওয়া হয়নি।”

    ইউপি সদস্য আবুল কাশেম বলেন, “স্কুলের প্রধান শিক্ষক একক ক্ষমতাবলে এক পরিবারের সদস্যকে দাতা সদস্য করতে পারেন না। একাধিক দাতা সদস্য থাকলে তাদের পরামর্শ নিতে হয়। যদি শিক্ষক কোনো ভুল করে থাকেন, তবে উর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিচার করবে, কিন্তু যদি তিনি নির্দোষ হন, তাহলে তার বিরুদ্ধে যে হয়রানি চলছে, তার বিচারও আমরা দাবি করছি।”

    এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ৮ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি সাব্বির আজম, সাবেক সভাপতি জেসমিন আক্তার, এবং আরো অনেক স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থী, যেমন: আবুল খায়ের, আবুল বশার, মোঃ মনির, সৈকত, ফাহিম, জাহিদ, শাহীন, ফারুক, সুমন, জাফর প্রমুখ।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…