জামালপুরের সরিষাবাড়ীতে ৭নং কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউপি সদস্য মো. আলমগীর হোসেন।
রবিবার (২৩ মার্চ) দুপুরে কামরাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কামরাবাদ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা করেন।
কামরাবাদ ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গত বুধবার (১৯ মার্চ) জামালপুর জেলা প্রশাসক কার্যালয় কামরাবাদ ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহ সকল ইউপি কার্যাদি স্বাভাবিক রাখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। গত ৫ আগস্টের পর থেকে কামরাবাদের আওয়ামী লীগ চেয়ারম্যান আব্দুস সালাম জিএস পরিষদ থেকে পলাতক রয়েছেন। যার ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছেন।
কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক অধ্যাপক আব্দুল বারিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর কবির, কামরাবাদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কামরাবাদ ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শামীম হোসাইন মুন্না, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও মাসুদ পারভেজ প্রমুখ। এসময় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বক্তব্যের মাধ্যমে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন। পরে অতিথিবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে।
এইচএ