কুড়িগ্রামের চিলমারীতে বিয়ের দাবিতে ভাগ্নে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক গ্রামবসী মামী
রবিবার (২৩ মার্চ) দুপুর থেকে প্রেমিক নাজমুল-এর বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। স্থানীয় ব্যক্তি আতিকুর রহমান নিশ্চিত করেছেন।
বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী জানান, ২ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমের ফাঁদে ফেলে নাজমুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন ওই নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের কাশিয়ারখামার গ্রামের নুর হোসনা।
এদিকে বাড়িতে না থাকায় এ নিয়ে নাজমুল হোসেনের মন্তব্য পাওয়া যায়নি। তবে নাজমুল এর মা বলেন, ‘ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হয়নি, আমার ছেলে এখনো পড়াশুনা করে।’
নুর হোসনা বলেন, আমার দুটি সন্তান রয়েছে, নাজমুলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায়, আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে, এখন আমাকে ওর বিয়ে করতে হবে।"
এমআর