র্দীঘ ৭ মাস মাদ্রাসার বিদ্যুৎ বিল দিতে না পারায় বিদুৎ সংযোগ বিছিন্ন থাকার কারনে বর্তমানে বিদুৎহীন হয়ে পড়ছে বরিশাল নগরীর ১নং ওয়ার্ড পশ্চিম কাউনিয়া আব্দুল্লাহ দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংটি।
রমজান মাস শেষের দিকে। ঈদের বাকি আছে মাত্র কয়েকদিন। তার মধ্যে শুধু হয়েছে তীব্র গরম। রমজান মাসে রোজা রেখে বিদ্যুৎ না থাকায় গরমে চরম ভোগান্তিতে রয়েছে এতিমরা ছাত্ররা?
মাদ্রার পরিচালক হাফেজ মোঃ জহিরুল ইসলাম সিদ্দিকী জানান, সাত মাসের বিদুৎ বিল বকেয়া থাকার কারনে মঙ্গলবার (২৬ মার্চ) হাঠৎ বিদ্যুৎ অফিসের লোক এসে কিছু না বলেই মাদ্রাসার বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেন তারা।
তিনি আরো জানা, কিছু দিন ধরে মাদ্রাসায় অর্থিক সংকট থাকার কারনে বিদ্যুৎ বিল দেওয়া সম্ভব হয়নি। তাই বর্তমানে বিদ্যুৎ সংযোগ না থাকায় অন্ধকারের মধ্যে বসবাস করছেন মাদ্রাসার এতিম শিশুরা। এতে চরম বিপাকে পড়ে মাদ্রাসার কতৃপক্ষ ও শিক্ষার্থীরা।
মাদ্রাসার পরিচালক আরো বলেন, এখনও মাদ্রাসা ভবনের উন্নয়ন কাজ চলমান রয়েছে এবং এতিম শিশুদের প্রতিদিনের খাবার যোগার করতে নানা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। খাবার এবং অর্থের চিন্তায় দিন কাটাচ্ছে মাদ্রাসার কর্তৃপক্ষ। তবে এতিম শিশুদের নিয়ে চিন্তার শেষ নেই মাদ্রাসার পরিচালকের।
মাদ্রাসার শিশুদের তিন বেলা খাবার ও শিক্ষকদের বেতন দিতে বর্তমানে হিমশিম খাচ্ছেন তিনি। এর মধ্যে মাদ্রাসায় নেই বিদ্যুৎ। তাই টেনশনেই আমার দিন পার হচ্ছে। তবে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এই অসহায় এতিম শিশুর মুখে আনন্দের হাসি ফুটবে বলে দাবি তাদের। মাদ্রাসার এতিম শিশুদের চাল,ডাল,খাবার ও ঈদের পোষাক দিয়ে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন মাদ্রাসা কতৃপক্ষ।
এনআই