গাজীপুরের টঙ্গীতে সাবেক কাউন্সিলরের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ মার্চ) ভোর আনুমানিক ৪ টার সময় টঙ্গী পশ্চিম থানাধীন গাসিক ৫৪ নং ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকায় সাবেক কাউন্সিলর নাসির মোল্লার ভাড়া দেওয়া টিনশেড মার্কেটে এঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় ৬টি দোকান ও একটি সোয়েটার কারখানা পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ভোর ৪টা ১৫ মিনিটে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন ৫৪ নং ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকায় সাবেক কাউন্সিলর নাসির মোল্লার ভাড়া দেওয়া টিনশেড মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মার্কটের প্রায় ছয়টি দোকান পুড়ে যায় এবং একই সঙ্গে মার্কেটের ভেতরে অবস্থিত স্টাইল টেক্স নামে একটি সোয়েটার কারখানার গোডাউনও আগুনে পুড়ে যাওয়ার খবর পাওয়া যায়।
এবিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, টঙ্গীর আউচপাড়ার মোল্লাপাড়া এলাকায় একটি টিনশেড মার্কেটে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর প্রায় ১ ঘন্টার অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত উদঘাটনের চেষ্টা চলছে।
এসআর