ইতোমধ্যে ঈদযাত্রা শুরু হয়েছে, ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। অনুমান করা হচ্ছে এবারের ঈদে ১ কোটিরও বেশি মানুষ ঢাকা ছাড়বে, যার অধিকাংশই সড়কপথে যাত্রা করবেন। এই চ্যালেঞ্জ মোকাবিলায় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সমন্বয়ে প্রতিদিন ৪,০০০ এর অধিক পুলিশ সদস্যর সমন্বয়ে ৮২০টি টহল দল ও ৩০০টি চেকপোস্টের মাধ্যমে যাত্রীদের নিরাপত্তায় নিয়োজিত আছেন।
বুধবার (২৬ মার্চ) গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে এসব কথা জানান হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা।
তিনি বলেন, হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও অন্যান্য সংস্থাও একযোগে কাজ করছেন। মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে টকিং ড্রোন, মোটরসাইকেল পেট্রোলিং, কুইক রেসপন্স টিম (কিউআরটি), গোয়েন্দা নজরদারি, ওয়াচ টাওয়ার এবং সেন্ট্রাল কমান্ড সেন্টারের মাধ্যমে মহাসড়কে যানবাহনের গতিবিধি রিয়েল-টাইম পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি মহাসড়ক ব্যবহারকারীদের উদ্দেশ্যে করে বলেন- জীবনের মূল্য সময়ের চেয়ে বেশি, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকুন, খোলা ট্রাক ও বাসের ছাদে ভ্রমণ করবেন না এবং চালকদের দ্রুতগতিতে গাড়ি চালাতে নিরুৎসাহিত করার কথা বলেন। সেইসাথে যানবাহন চালকদের উদ্দেশ্যে করে বলেন, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না, ওভারটেকিং এড়িয়ে চলুন এবং ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকার অনুরোধ করেন।
যাত্রী ও চালকদের পাশাপাশি মালিকদের উদ্দেশ্যে করে হাইওয়ে পুলিশ প্রধান বলেন, ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চালাবেন না, চালকদের অতিরিক্ত ডিউটির জন্য চাপ প্রয়োগ করবেন না এবং লাইসেন্সবিহীন চালকদের দিয়ে গাড়ি চালানো থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন।
পরবর্তীতে হাইওয়ে পুলিশ প্রধান গাজীপুরের চন্দ্রা এলাকায় গুরুত্বপূর্ণ স্থানসমূহে বসানো সিসি ক্যামেরা এবং ড্রোন দিয়ে মহাসড়কের চিত্র পর্যবেক্ষণ করেন। পরিশেষে সবার ঈদ যাত্রা নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দময় কামনা করে সবাই কে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানান।
এসময় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি; অ্যাডিশনাল ডিআইজি, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন ও জেলা পুলিশের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, গাজীপুর রিজিয়নের সার্কেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসআর