পাকিস্তানের পশ্চিমাঞ্চলের আফগানিস্তান সীমান্ত লাগোয়া একটি এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৬ জঙ্গি নিহত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
আফগানিস্তান সীমান্তবর্তী এলাকাটিতে রাতভর সশস্ত্র গোষ্ঠীর সাথে সেনা সদস্যদের গুলি বিনিময় হয়। প্রাণ হারায় জঙ্গিদের দলটির সবাই। নিহতরা সবাই পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিলো বলে দাবি- ইসলামাবাদের। তারা সবাই নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তান- টিটিপির সদস্য বলে জানা গেছে।
দেশটির আইএসপিআর জানায়, পাকিস্তান সেনাবাহিনী আশা করছে, তালেবান সরকার তার বাধ্যবাধকতা পূরণ করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে জঙ্গিদের আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না। তবে পাকিস্তানের এই অভিযোগ অতীতে বার বার প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার।
গেল কয়েকদিন ধরেই আফগান সীমান্তবর্তী এলাকাগুলোয় পাকিস্তানি বাহিনীর সাথে টিটিপির সংঘর্ষ চলছে।
এমআর-২