ঈদ মানেই শাকিব খান অভিনীত সিনেমা। প্রত্যেক ঈদে তার অভিনীত একাধিক সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে থাকে। যদিও গত কয়েক বছরে তার অভিনীত একটি করে সিনেমা মুক্তি পাচ্ছে।
তবে ঈদুল ফিতরে শাকিব অভিনীত দুটি সিনেমা মুক্তির খবর শোনা যাচ্ছে। এর মধ্যে ‘বরবাদ’ সিনেমা ঈদে মুক্তির ঘোষণা আগে দিলেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র এখনো হাতে পায়নি প্রযোজক।
অন্যদিকে, এই ঈদেই মুক্তি পাচ্ছে শাকিবের আরেক সিনেমা ‘অন্তরাত্মা’। আজ মঙ্গলবার (২৫ মার্চ) সিনেমাটি সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছে। এখন সিনেমা হল বুকিং আর পোস্টার বানানোর কাজ চলছে। নির্মাতা সূত্রে এমনটা জানা গেছে।
মুক্তির তালিকায় উঠে আশা ‘অন্তরাত্মা’ সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এরই মধ্যে ত্রিশটির বেশি হল সিনেমাটি চালানো জন্য আগ্রহ দেখিয়েছে বলেও জানা গেছে।
২০২১ সালে অনেকটা ঢাকঢোল পিটিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শুরু হয়। মহরতের আগেই সিনেমাটি সে বছর রোজার ঈদে মুক্তির পরিকল্পনায় ছিল বলে নিশ্চিত করেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। এরপর সিনেমার শুটিং সম্পন্ন করে রবিবার (২৩ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনের জন্য পাঠানো হয়ে। সেখান থেকে ছাড় পত্র পেয়েই এখন ঈদে মুক্তির প্রস্ততি চলছে ‘অন্তরাত্মা’ টিমের।
‘অন্তরাত্মা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সোহানী হোসেনের মূল গল্পে ফেরারী ফরহাদের চিত্রনাট্যে ‘অন্তরাত্মা’র অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।