এইমাত্র
  • বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস
  • শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা
  • চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে ২ জনের মৃত্যু
  • বিমসটেক সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার
  • সেভেন সিস্টার্স নিয়ে একই কথা বলেছিলেন ২০১২ সালে ড. ইউনূস: ড. খলিলুর রহমান
  • আমরা কখনোই বলিনি নির্বাচনের পরে সংস্কার: মির্জা ফখরুল
  • মালয়েশিয়ায় গ্যাসলাইনে বিস্ফোরণ, আহত ১৪৫
  • চরমপন্থার সুযোগ কাউকেই নিতে দেওয়া হবে না: মাহফুজ আলম
  • তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা
  • চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ১০
  • আজ বুধবার, ১৯ চৈত্র, ১৪৩১ | ২ এপ্রিল, ২০২৫
    আন্তর্জাতিক

    ঈদুল ফিতরের তারিখ জানাল মিসর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৪:২২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৪:২২ পিএম

    ঈদুল ফিতরের তারিখ জানাল মিসর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৪:২২ পিএম
    ছবি: সংগৃহীত

    পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মিসর। দেশটির জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূ-পদার্থবিদ্যা গবেষণা ইনস্টিটিউট (এনআরআইএজি) জানিয়েছে, আগামী ৩০ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।

    বার্তাসংস্থা এপির বরাতে ইজিপ্টসিয়ান স্ট্রিটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আরব বিশ্বের বেশ কয়েকটি দেশের পূর্বাভাসের সঙ্গে মিসরের ঘোষিত তারিখের মিল রয়েছে। দেশটিতে আগামী ৩০ মার্চ রোববার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

    এনআরআইএজি জানিয়েছে, শাওয়ালের চাঁদ ২৯ মার্চ কায়রোর স্থানীয় সময় দুপুর ১টায় জন্ম নেবে। এছাড়া এ চাঁদ সূর্যাস্তের পর প্রায় ১১ মিনিট ধরে কায়রোতে দৃশ্যমান হবে। ফলে ৩০ মার্চ রোববারই ঈদুল ফিতরের প্রথম দিন হবে।

    এনআরআইএজির এই ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে মিশর সরকার তিন দিনের ঈদের ছুটি ঘোষণা করেছে। দেশটিতে আগামী ৩০ মার্চ থেকে শুরু হয়ে ১ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত ঈদের ছুটি চলবে। সরকারি ও বেসরকারি খাত—সব ধরনের প্রতিষ্ঠান, ব্যাংক, স্কুল ও বিশ্ববিদ্যালয় এ ছুটির অন্তর্ভুক্ত হবে।

    প্রতিবেদনে বলা হয়েছে, এনআরআইএজি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। তবে ঈদের সঠিক তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করে মিসরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ দারুল ইফতা। তারা রমজানের ২৯তম দিনে সূর্যাস্তের পর চাঁদ দেখার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। হিজরি চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনে শেষ হয়, যা নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার ওপর নির্ভর করে।

    মিসরে ঈদুল ফিতরের তিন দিনই সরকারি ছুটি হিসেবে গণ্য হয়, যেখানে সরকারি ও বেসরকারি কর্মচারীরা বেতনসহ ছুটি ভোগ করেন। যদিও দারুল ইফতার চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের তারিখ চূড়ান্ত করে। তবে এনআরআইএজির জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের জন্য পরিকল্পনায় সহায়ক হয়।

    এইচএ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…