পবিত্র ঈদ-উল ফিতর কে সামনে রেখে জমে উঠেছে দেওয়ানগঞ্জে বিপণী বস্ত্রবিতান, থান কাপর, জুতার ও শপিং কমপ্লেক্স, কসমেটিক্স এর দোকানগুলো তে, শেষ সময়ে বেড়েছে ক্রেতাদের আনাগোনা ব্যস্ত সময় পার করছেন ক্রেতা এবং বিক্রেতারা ও পোষাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দর্জিরা।
উপজেলার বিভিন্ন দোকান গুলো ঘুরে দেখা গেছে, সেলাই মেশিনের শব্দ আর টেবিলের উপর কাপড় কাটাকাটিতে মুখরিত দর্জির দোকান গুলো। এবার পাকিস্তানি ড্রেসের দিকে আকর্ষণ করছেন ক্রেতারা । বাদ যায়নি বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানগুলো তে বিশেষ ছাড়ে বিক্রি ইলেকট্রনিক্স সামগ্রী যেমন অ্যান্ড্রয়েড ফোন , ফ্রিজ, টিভি সহ নানন পণ্য বেচাকেনা হচ্ছে ।
দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাসিন্দা শেখ মাহমুদউল আলম জানান, আমি একটি পাঞ্জাবি বানাতে দিয়েছি কিন্তু এখনো হাতে পায়নি দর্জির দোকানে খুব চাপ তবে নতুন পোশাক পরেই ঈদ করব।
উপজেলার রামপুরার এলাকার বাসিন্দা হামিদ খান জানন, আমি নিজের জন্য শার্ট, প্যান্ট এবং মেয়ের জন্য থ্রি- পিস ও স্ত্রীর জন্য শাড়ী কিনেছি দাম হাতের নাগালের বাইরে থাকলেও ঈদ বলে কথা নতুন পোশাক কিনতেই হবে।
দেওয়ানগঞ্জ পৌর বাজার ফাইজাত ফ্যাশনের মালিক ফারুক মিয়া জানান, এবছর ঈদের বাজারে অনেক ক্রেতা আসছে যার যেটা পছন্দ কিনছে শেষ সময়ে ক্রেতাদের উপচে পড়া ভিড় এবং ভালো বিক্রি হচ্ছে ।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, ঈদের বাজার নির্বিঘ্ন করতে পর্যাপ্ত প্রস্ততি নেওয়া হয়েছে, রাত-দিন পুলিশ টহল জোরদার করা হয়েছে, এবং আমাদের বিশেষ পুলিশ টিম কাজ করছে। আশা করি কোন ধরনের বিশৃঙ্খলা ঘটবে না।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান জানান, দেওয়ানগঞ্জের ঈদ বাজার গুলোতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে মাঠে কাজ করছে পুলিশ সহ অন্যান্য বাহিনীরা। পবিত্র ঈদ- উল ফিতর নির্বিঘ্নে উদযাপিত হবে।
এমআর