ঢাকা - টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে গতকাল মধ্যরাত থেকে তীব্র যানজট থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই যানজটের অবসান ঘটে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। ফলে স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন উত্তরবঙ্গের যাত্রীরা।
রবিবার'(৩০ মার্চ) বেলা ৯ ঘটিকায় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোলচত্তর এলাকায় এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, যমুনা সেতুর ওপর যানবাহন বিকল হওয়ায় সেতু থেকে ১৪ কি.মি. সড়কে যে যানজটের সৃষ্টি হয়েছিল বেলা বাড়ার সাথে সাথে সেই যানজটের অবসান হয়েছে। সেতু কতৃপক্ষ এবং পুলিশ নিরলস পরিশ্রমে ঢাকামুখি যানবাহন ডাইভার্সন করে ভূঞাপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে এবং দুই লেনের সেতু ৪লেন করে ছেড়ে দেয়া হয়। এতে অতি দ্রুত যানজটে আটকে থাকা গাড়িগুরো সেতু পার হতে পারে। এ সময় ঢাকামুখি যানবাহন কিছু সময় সেতু পারাপার বন্ধ করে রাখা হয়। যার ফলে খুব দ্রুতই যানজট নিরসন হয়। হাসি ফুটে উত্তরবঙ্গের যাত্রীদের মুখে। ফের তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।
যমুনা সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ রুবেল সময়ের কণ্ঠস্বরকে বলেন, রাস্তায় দুর্ঘটনা না ঘটলে যানজট লাগার সম্ভাবনা নেই। যানজট নিরসনে আমরা কাজ করছি এবং এখনো আমরা তৎপর রয়েছি।
পিএম