মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ বীর মুক্তিযোদ্ধারা।
বুধবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে চাষাড়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে।
পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন এবং দোয়া করেন তারা।
এসময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ও অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এমআর