সারাদেশের মতো দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ভোরে স্মৃতিসৌধ ‘অর্জন’ এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে, বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মমতাজুল হক, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ শফিকুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, পৌর বিএনপি যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া মোঃ শিরোন আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়। সভা শেষে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে পুরস্কার দেয়া হয়।
এনআই