চুয়াডাঙ্গায় বইছে মাঝারি তাপদাহ। কাঠ ফাটা রোদ গরমে এখানে জনজীবন স্থবির হয়ে পড়ছে। সব চাইতে বেশী অস্বস্তিতে পড়ছে রোজাদার, রিক্সা-ভ্যান চালক ও খেটে খাওয়া দিন মজুররা।
আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৩ টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ।
আব্দুল আলিম নামে এক ভ্যান চালক বলেন, রোদ গরম সহ্য করা যাচ্ছে না। বাতাসে ও যেন আগুনের তাপ। ঈদের বাজার তবুও রাস্তায় মানুষ নেই। তাই আজ ভাড়াও নেই। ঈদের আগে এমন রোদ গরম থাকলে ভাড় হবে না। আর ভাড়া মারতে না পারলে ঈদের বাজার করতে পারবো না।
গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ শুক্রবার (২৮ মার্চ) বেলা সাথে সাথে অনেক বেশী গরম রোদ গরম পড়তে থাকে। বেলা ১২ টায় চুয়াডাঙ্গার তাপমাত্রার রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিলো ২৫ শতাংশ।
এক রোজাদার জানান, হঠাৎ করে রোদের তাপ বেড়ে যাওয়ায় সহ্য করা যাচ্ছে না। এভাবে তাপমাত্রা বেড়ে যাওয়ায় রোজা রেখে কাজে বের হওয়া খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, আজ শুক্রবার (২৮ মার্চ) জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মৌসুমে এটাই জেলার সর্বোচ্চ তাপমাত্রা।