এইমাত্র
  • বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি
  • সাবেক এমপি মোরশেদ আলম গ্রেপ্তার
  • জামিনে কারামুক্ত হওয়া সাবেক এমপি আজিজকে গণধোলাই
  • দেশের বাজারে কমল স্বর্ণের দাম
  • ৭ দিনে 'বরবাদ'-এর রেকর্ড পরিমাণ আয় ২৭ কোটি ৪৩ লাখ টাকা
  • ১২৫ নারী-শিশুসহ ইন্দোনেশিয়াগামী নৌযান আটক
  • মুন্সীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
  • সিরাজগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে মিলল ১২টি টিয়ারশেল
  • বিমসটেককে গতিশীল করতে চান প্রধান উপদেষ্টা
  • প্রথম টেস্টের দল ঘোষণা: ডাক পেলেন সাকিব, নেই তাসকিন
  • আজ বুধবার, ২৫ চৈত্র, ১৪৩১ | ৯ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৮:৫২ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৮:৫২ পিএম

    তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৮:৫২ পিএম

    রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের ৯ জন আহত হন এবং গুরুতর অবস্থায় ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে রাতৈল বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণ নিয়ে দুটি পক্ষ ভিন্ন ভিন্ন দাবি তুললেও স্থানীয়ভাবে এটি ইফতার মাহফিল ও চাঁদা আদায়কে কেন্দ্র করেই সংঘর্ষ বলে ধারণা করা হচ্ছে।

    ইউপি বিএনপির সভাপতি আজাদ ও তার সমর্থকরা দাবি করেন, ইফতার আয়োজনের জন্য অপর গ্রুপের নেতা মফিজ উদ্দিনের পক্ষ থেকে মুদি ব্যবসায়ী দুরুলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। দুরুল টাকা দিতে অস্বীকার করলে তার দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় বাধা দিলে সংঘর্ষ বাঁধে।

    অন্যদিকে, সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিনের দাবি, সংঘর্ষের মূল কারণ জমিতে সেচ দেওয়া নিয়ে বিরোধ। বৃহস্পতিবার দুপুরে আজাদ গ্রুপের রনি ও রাব্বানীর সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটি হয়, যা সন্ধ্যায় বড় সংঘর্ষে রূপ নেয়।

    স্থানীয় বিএনপি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউপি সভাপতি আজাদ ও সম্পাদক সাজ্জাদ হোসেন, আর অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন মফিজ উদ্দিন ও তার ছেলে যুবদল নেতা রিমন।

    এদিকে, ইফতার মাহফিলে পৌর যুবলীগ নেতা মিজাজুর রহমান রনির উপস্থিতি নতুন বিতর্ক সৃষ্টি করেছে। গুঞ্জন ওঠে, তিনি টাকার বিনিময়ে বিএনপির ইফতারে যোগ দিয়েছেন। তবে রনি দাবি করেন, সাবেক ছাত্রদল সভাপতি মালেক তাকে সেখানে নিয়ে গিয়েছিলেন, তবে তিনি বিএনপিতে যোগ দেননি।

    সংঘর্ষের ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তবে ইউপি বিএনপির সভাপতি আজাদ জানিয়েছেন, শুক্রবার থানায় এজাহার দাখিল করা হবে।

    এটি চলতি মাসে তানোরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের দ্বিতীয় সংঘর্ষ। এর আগে ১১ মার্চ পাঁচন্দর ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে একজন কর্মী আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    তানোরের রাজনীতিতে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন কিছু নয়, তবে ইফতার মাহফিলের মতো ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে চাঁদাবাজি, সহিংসতা ও রাজনৈতিক কোন্দল জড়িয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

    বিশ্লেষকদের মতে, এ ধরনের সংঘর্ষ দলীয় ঐক্যকে আরও দুর্বল করে দিচ্ছে এবং বিএনপির স্থানীয় নেতৃত্বের বিভাজন আরও প্রকট হয়ে উঠছে। একদিকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অন্যদিকে দলীয় শৃঙ্খলার অভাব—এসবই তানোরের বিএনপিকে রাজনৈতিকভাবে আরও দুর্বল করে তুলছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…