‘এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার ’ এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।
শুক্রবার (২৮ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ডা. তাসনিম জারা তার পোস্টে কোনো পরিবারকে ইঙ্গিত করেছেন তা জানা যায়নি। কিন্তু ওই পোস্টের কমেন্ট সমকালের একটি নিউজের লিঙ্ক শেয়ার করা হয়। নিউজের শিরোনাম ছিল ‘ প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি।’
তাসনিম জারার পোস্টে তার সাথে একমত পোষণ করে মত দিয়েছে অনেকেই। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, রাজনীতিতে পরিবারতন্ত্রের স্থায়ী অবসান ঘটুক। মুষ্টিমেয়ের করাল থাবা থেকে মুক্ত হয়ে রাজনীতির চর্চা হোক দেশ, সমাজ ও মানুষের বৃহৎ কল্যাণের জন্য। তবেই তো কাঙ্ক্ষিত স্বদেশের স্বপ্ন বাস্তব হয়ে ধরা দেবে।
অন্যদিকে তার এ মন্তব্যে ভিন্ন মত প্রকাশ করা লোকের সংখ্যাও অনেক দেখা গেছে।
এনআই