যশোরের বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি গোলাম রসুলকে রামদা, গাছি দা ও গাঁজা সহ আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ ।
শুক্রবার বিকেলে পোর্ট থানার রঘুনাথপুর পশ্চিমপাড়ার নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। আটক গোলাম রসুল ওই গ্রামের ইয়ান নবীর ছেলে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই রাশেদুজ্জামান জানান, তাদের কাছে খবর আসে রসুল নিজ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষনিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে হাজির হন। এসময় রসুল পালাতে যেয়ে ব্যর্থ হন। পরে তার বালিশের নিচ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তার খাটের তোষকের নিচ থেকে একটি রামদা ও দুইটি দা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পৃথক দুইটি মামলার পর রসুলকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ আরও জানায়, রসুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তিনি অস্ত্রের ভয় দেখিয়ে নানা ধরনের অপকর্ম করে বেড়াতেন।
এনআই