বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার মামলায় জামিন পেয়ে দুধ দিয়ে গোসল করলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ।
শুক্রবার (২৮ মার্চ) রাতে গোসলের ৫১ সেকেন্ডের একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেছেন এরশাদ। ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী বালতি থেকে মগে করে দুধ নিয়ে সাইফুল ইসলাম এরশাদের মাথায় ঢেলে গোসল করিয়ে দিচ্ছেন। দুধের সঙ্গে গোলাপ ফুলের পাপড়িও দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম এরশাদ বলেন, আমার মা মানত করেছিলেন মিথ্যা মামলা থেকে জামিন পেলে দুধ দিয়ে গোসল করাবেন। এজন্য ২৬ মার্চ বিকেলে জামিনে জেল থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পর আমার মা খুশি হয়ে দুধ দিয়ে গোসল করিয়েছেন।
জানা গেছে, রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গত ১৯ ফেব্রুয়ারি রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগে গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ২০ মার্চ পুলিশ তাকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত মঙ্গলবার (২৫ মার্চ) তার জামিন মঞ্জুর করে আদালতের বিচারক। বুধবার বিকেল ৪টার দিকে তিনি কারাগার থেকে মুক্ত হন। সাইফুল ইসলাম এরশাদ সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা বাজার এলাকার মৃত ইসলাম শেখের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
এসআর