এইমাত্র
  • একটা সংগঠন করতাম, যেটা বলতে এখন লজ্জা হয়: জামায়াত আমির
  • ঈদের দিনে নরসিংদীতে গণপিটুনিতে দুই ভাইয়ের মৃত্যু
  • ইমামকে রাজকীয় বিদায়, এককালীন পেলেন ৯ লাখ টাকা
  • ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়াল
  • ঈদে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত রিয়াদের খোঁজ নেননি কেউ
  • ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রাণচাঞ্চল্য
  • ঈদের দিন সারাদেশে সড়কে প্রাণ গেছে ২৫ জনের
  • যশোরে পটকা ফাটানো নিয়ে যুবক খুন, ছুরিকাহত ৪
  • দেশের যে দুই অঞ্চলে আজ ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
  • ঈদে নথিবিহীন অভিবাসীদের ওপর মালয়েশিয়ায় কঠোর নজরদারি
  • আজ মঙ্গলবার, ১৮ চৈত্র, ১৪৩১ | ১ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার, খুশি পাঁচশত পরিবার

    রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৫:০৩ পিএম
    রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৫:০৩ পিএম

    ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার, খুশি পাঁচশত পরিবার

    রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৫:০৩ পিএম

    মাত্র পাঁচ টাকায় ঈদের বাজার করতে পেরে খুশি ঠাকুরগাঁওয়ের জরিনা বেগমসহ পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবার।

    শনিবার (২৯ মার্চ) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে স্থানীয় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন “সহায় জুলুমবস্তি” এই ঈদ বাজারের আয়োজন করে। ৫ম বারের মত এ আয়োজন করা হচ্ছে।

    জরিনা বেগম বলেন, "আমার পরিবারে পাঁচজন সদস্য। স্বামী ও সন্তান দিনমজুরের কাজ করে সংসার চালাই। ঠিকমতো খেতেও পারি না। ঈদের জন্য আলাদা বাজার করা সম্ভব ছিল না। কিন্তু জুলুমবস্তির এই পাঁচ টাকার বাজারের জন্য এবার ভালো খাবার খেতে পারব।"

    ঈদ বাজার থেকে সহায়তা নেওয়া মো. রিপন বলেন, "আমি আজ অনেক খুশি। ভাবছিলাম এবার সন্তানদের একটু সেমাই খাওয়াতে পারব না। কিন্তু এই সহায়তার ফলে শুধু সেমাই নয়, পোলাও-মাংসও খাওয়াতে পারব।"

    সহায়তা পাওয়া আরও এক সুবিধাভোগী রহিমা খাতুন বলেন, "আমার স্বামী একজন রিকশাচালক। সারা দিন রিকশা চালিয়ে যে আয় হয়, তা দিয়ে সংসার চালানোই কঠিন। ঈদের জন্য আলাদা কিছু কেনার সামর্থ্য ছিল না। এই পাঁচ টাকার বাজার আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।"

    সংগঠনের সভাপতি ফখরুল আলম লিফাত বলেন, "আমাদের মূল লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে ঈদের আনন্দ দিতে সহায়তা করা। এই বাজারের মাধ্যমে অন্তত পাঁচশত পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে।"

    সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগর বলেন, "আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আরও বেশি পরিবারকে সহায়তা করা সম্ভব হবে।"

    জুলুমবস্তি সহায়-এর প্রধান উপদেষ্টা শরিফুল ইসলাম শরীফ বলেন, "আমরা চাই সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যক্তিরা আমাদের পাশে এসে দাঁড়াক। তবেই আরও বেশি মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হবে।"

    ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, "এমন মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। সংগঠনটি যে উদ্যোগ নিয়েছে, তা অন্যান্যদেরও অনুপ্রাণিত করবে।"

    ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, "অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।"

    ঈদ বাজার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন আয়োজকরা।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…