এইমাত্র
  • বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস
  • শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা
  • চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে ২ জনের মৃত্যু
  • বিমসটেক সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার
  • সেভেন সিস্টার্স নিয়ে একই কথা বলেছিলেন ২০১২ সালে ড. ইউনূস: ড. খলিলুর রহমান
  • আমরা কখনোই বলিনি নির্বাচনের পরে সংস্কার: মির্জা ফখরুল
  • মালয়েশিয়ায় গ্যাসলাইনে বিস্ফোরণ, আহত ১৪৫
  • চরমপন্থার সুযোগ কাউকেই নিতে দেওয়া হবে না: মাহফুজ আলম
  • তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা
  • চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ১০
  • আজ বুধবার, ১৯ চৈত্র, ১৪৩১ | ২ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১১:২৮ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১১:২৮ পিএম

    রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১১:২৮ পিএম

    পবিত্র ইদ-উল-ফিতরকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় ২ হাজার৭০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, যাদের ৮০ শতাংশই পরিবার ছাড়াই ইদ করবেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাত্র ১০ শতাংশ সদস্য ছুটিতে গেছেন, বাকিরা দায়িত্বে নিয়োজিত থাকবেন। ইদের পর অন্য ১০ শতাংশ ছুটি নেবেন।

    ইদ উপলক্ষে শহরের ব্যস্ততম স্থানগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে মার্কেট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের বাড়তি টহল ও চেকপোস্ট বসানো হয়েছে। র‌্যাবও রাতভর টহল দিচ্ছে এবং নগরীর প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে।

    রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, প্রথম রোজা থেকেই নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদাপোশাকে গোয়েন্দা শাখার সদস্যরাও মাঠে কাজ করছেন।

    রাজশাহীতে ইদের ছুটিকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনার কথা বলা হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তেমন কোনো শঙ্কা দেখছে না। তারপরও সম্ভাব্য যেকোনো অস্থিরতা রোধে তারা সতর্ক অবস্থানে রয়েছে।

    এদিকে, মহানগর ছাত্রদল ইদের ছুটিতে ছাত্রলীগের সম্ভাব্য কার্যক্রম মোকাবিলায় নেতাকর্মীদের মোড়ে মোড়ে খেলাধুলার নির্দেশ দিয়েছে। ছাত্রদল সভাপতি আকবর আলী জ্যাকি জানিয়েছেন, তাদের কর্মীরা সবসময় মাঠে প্রস্তুত থাকবে।

    র‌্যাব-৫ এর রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক জানান, বাস টার্মিনাল, রেলস্টেশনসহ নগরীর প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। ইদের দিন কেন্দ্রীয় ইদগাহ ময়দানসহ বিভিন্ন ইদগাহে র‌্যাবের ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।#

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…