পবিত্র ইদ-উল-ফিতরকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় ২ হাজার৭০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, যাদের ৮০ শতাংশই পরিবার ছাড়াই ইদ করবেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাত্র ১০ শতাংশ সদস্য ছুটিতে গেছেন, বাকিরা দায়িত্বে নিয়োজিত থাকবেন। ইদের পর অন্য ১০ শতাংশ ছুটি নেবেন।
ইদ উপলক্ষে শহরের ব্যস্ততম স্থানগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে মার্কেট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের বাড়তি টহল ও চেকপোস্ট বসানো হয়েছে। র্যাবও রাতভর টহল দিচ্ছে এবং নগরীর প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, প্রথম রোজা থেকেই নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদাপোশাকে গোয়েন্দা শাখার সদস্যরাও মাঠে কাজ করছেন।
রাজশাহীতে ইদের ছুটিকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনার কথা বলা হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তেমন কোনো শঙ্কা দেখছে না। তারপরও সম্ভাব্য যেকোনো অস্থিরতা রোধে তারা সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, মহানগর ছাত্রদল ইদের ছুটিতে ছাত্রলীগের সম্ভাব্য কার্যক্রম মোকাবিলায় নেতাকর্মীদের মোড়ে মোড়ে খেলাধুলার নির্দেশ দিয়েছে। ছাত্রদল সভাপতি আকবর আলী জ্যাকি জানিয়েছেন, তাদের কর্মীরা সবসময় মাঠে প্রস্তুত থাকবে।
র্যাব-৫ এর রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক জানান, বাস টার্মিনাল, রেলস্টেশনসহ নগরীর প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। ইদের দিন কেন্দ্রীয় ইদগাহ ময়দানসহ বিভিন্ন ইদগাহে র্যাবের ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।#
এনআই