এইমাত্র
  • আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি
  • মানিকগঞ্জ ভাস্কর্য শিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন
  • জাতিসংঘ ও ন্যাটোতে প্রায় সব তহবিল বাতিল করতে পারে ট্রাম্প প্রশাসন
  • বাউফলে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
  • এবার সৌদি আরবের জন্য খুলছে ইউরোপের দ্বার
  • পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর পরিকল্পনা ট্রাম্পের
  • এবার ট্রাম্পের নীতির কঠোর সমালোচনা করলেন বাইডেন
  • হাসপাতালে কিংবদন্তী অভিনেতা জাভেদ, অবস্থা গুরুতর
  • প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ অবস্থায়’ দেখে ফেলায় স্বামীকে হত্যা
  • ছেলেকে বাঁচাতে গিয়ে মা আহত, উভয়ের হাতের কবজি বিচ্ছিন্ন
  • আজ বুধবার, ৩ বৈশাখ, ১৪৩২ | ১৬ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    খালেদা জিয়ার জন্য 'বিশেষ দোয়া' না করায় ইমামকে যুবদল নেতার হুমকি

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০২:১৪ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০২:১৪ পিএম

    খালেদা জিয়ার জন্য 'বিশেষ দোয়া' না করায় ইমামকে যুবদল নেতার হুমকি

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০২:১৪ পিএম

    নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদের জামাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য 'বিশেষ দোয়া' না করায় স্থানীয় ইমামকে 'চাকুরিচ্যুতের' হুমকি দেয়ার অভিযোগ উঠেছে৷

    সোমবার (৩১ মার্চ) সকালে ফতুল্লার চর কাশীপুর কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে ওই ঘটনা ঘটে৷ ফতুল্লা থানা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো. সৈকত হাসান ইকবাল ওই হুমকি দেন বলে জানান দায়িত্বে থাকা ইমাম মুফতি মুহাম্মাদ ইমদাদুল হক৷

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাশীপুর কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে দিনের ২য় ঈদ জামাত চলছিলো৷ নামাজ শুরুর আগে যুবদল নেতা ইকবাল লোক মারফত ইমামের কাছে খালেদা জিয়ার জন্য 'বিশেষ দোয়া' করতে বলেন৷ নামায শেষে ইমাম সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন৷ এতে বাঁধে বিপত্তি৷

    নামাজ শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামোল্লেখ না করায় সকলের সামনে ইমামকে জেরা করতে থাকেন ইকবাল৷ জেরার মুখে ইমাম জানান, তিনি সকল মুসলিম উম্মাহর জন্যই দোয়া করেছেন, তাই আলাদাভাবে কারো নামোল্লেখ করেননি। তবে ওই উত্তরে সন্তুষ্ট না হয়ে ইমাম ইমদাদুল হকের চাকুরি খেয়ে ফেলার ও দেখে নেয়ার হুমকি দেন ইকবাল।

    এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মুফতি মুহাম্মাদ ইমদাদুল হক বলেন, আমি চর কাশীপুরের আঞ্জুবাহার জামে মসজিদের খতিব৷ আজ কাশীপুর কেন্দ্রীয় ঈদগাঁয়ে দিনের দ্বিতীয় জামাতে ইমামতির দায়িত্বে ছিলাম৷ নামাজ শুরুর আগে একজন ব্যক্তি এসে নামাজ শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে বলেন৷ এটা তো আসলে আম মজলিশ। সব দলের লোকই এখানে থাকায় নির্দিষ্ট কারো নামোল্লেখ না করে আমি মুসলিম উম্মাহর জন্য দোয়া প্রার্থনা করি৷ কিন্তু নামাজ শেষেই যুবদল নেতা ইকবাল সবার সামনে আমার দিকে তেড়ে আসেন। একপর্যায়ে তিনি আমার চাকুরি খেয়ে ফেলার ও আমাকে দেখে নেয়ার হুমকি দেন৷ সকল মুসুল্লির সামনেই তিনি এভাবে আমাকে নাজেহাল করেন৷

    বিষয়টি স্থানীয় ঈদগাঁ কমিটিকে অবগত করা হয়েছে বলেও জানান ইমদাদুল৷ ঘটনার বিস্তারিত তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পোস্ট করেছেন ইমদাদুল৷ সেখানে তিনি কাশীপুর ইউনিয়ন বিএনপির কাছে দ্রুত পদক্ষেপের পাশাপাশি স্থানীয় মুরুব্বিদের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা মো. সৈকত হাসান ইকবাল বলেন, 'আমি তাকে (ইমদাদুল হক) কোনোপ্রকার হুমকি দেইনি৷ বেগম খালেদা জিয়ার নামোল্লেখ না করার বিষয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম ৷ তিনি বলেছেন, নামোল্লেখে না কি তিনি বাধ্য নন৷ তার চাকুরি খেয়ে ফেলার কোনো কথা বলিনি৷'

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…