বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে তারেক রাহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ পেয়েছি। দেশের মানুষ এখন অপেক্ষা করছে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।
শনিবার (০৫ এপ্রিল) সন্ধায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৫ আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পর নতুন করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে যাদের জনস্পৃক্ততা নেই তারাই একত্রিত হয়েছে। একটি শ্রেণি এখন সাংবাদিকদের বিরুদ্ধেও লেগে আছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলেও তাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়।
মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের নবগঠিত কমিটির আহবায়ক হাশেম রেজা ও সদস্য সচিব লেহাজ উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাবেক সহসভাপতি হাজী সোহরাব, খন্দকার মোবারক হোসেন, গোড়াই আঞ্চলিক শ্রমিকদলের সভাপতি রাজ্জাক সিদ্দিকী, উপজেলা কৃষকদলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা, উপজলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স প্রমুখ।
এআই