পটুয়াখালী বাউফলে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ অ্যাডভোকেট কামাল হোসেন (৫৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৫ এপ্রিল) রাতে পটুয়াখালীর কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কামাল হোসেন বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা কামাল হোসেনকে বিষ্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এআই