এইমাত্র
  • জামিনে কারামুক্ত হওয়া সাবেক এমপি আজিজকে গণধোলাই
  • দেশের বাজারে কমল স্বর্ণের দাম
  • ৭ দিনে 'বরবাদ'-এর রেকর্ড পরিমাণ আয় ২৭ কোটি ৪৩ লাখ টাকা
  • ১২৫ নারী-শিশুসহ ইন্দোনেশিয়াগামী নৌযান আটক
  • মুন্সীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
  • সিরাজগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে মিলল ১২টি টিয়ারশেল
  • বিমসটেককে গতিশীল করতে চান প্রধান উপদেষ্টা
  • প্রথম টেস্টের দল ঘোষণা: ডাক পেলেন সাকিব, নেই তাসকিন
  • ফের বান্দরবানের লামা উপজেলায় ৯ শ্রমিককে অপহরণ
  • বাগআঁচড়ায় স্কুল প্রধানের বিরুদ্ধে বিদায় অনুষ্ঠানের নামে চাঁদা আদায়ের অভিযোগ
  • আজ মঙ্গলবার, ২৫ চৈত্র, ১৪৩১ | ৮ এপ্রিল, ২০২৫
    আন্তর্জাতিক

    গাজায় ১৫ স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১২:২৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১২:২৫ পিএম

    গাজায় ১৫ স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১২:২৫ পিএম
    সংগৃহীত ছবি

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় ১৫ জন স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত ২৩ মার্চ দক্ষিণ গাজায় জরুরি বিভাগের ওই কর্মীদের হত্যা করা হয়। ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে যে তাদের সৈন্যরা ভুল করে তাদের ওপর হামলা চালিয়েছে। খবর বিবিসি, আল জাজিরা।

    রাফার কাছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নিনির্বাপক ট্রাকে গুলি চালানো হয়।

    ইসরায়েল প্রথমে দাবি করেছিল যে, হেডলাইট বা কোনো ধরনের আলো ছাড়াই অন্ধকারে ‌‘সন্দেহজনকভাবে’ গাড়ি বহর এগিয়ে আসার কারণে সৈন্যরা গুলি চালিয়েছিল। যানবাহনের চলাচলের আগে ইসরায়েলি সেনাদের সঙ্গে সমন্বয় করা হয়নি বা তাদের সম্মতি নেওয়া হয়নি। কিন্তু নিহত হওয়া প্যারামেডিকদের একজনের মোবাইলের ফুটেজ খুঁজে দেখা গেছে যে, আহতদের সহায়তা দেওয়ার সময় যানবাহনগুলোতে আলো জ্বলছিল। অর্থাৎ ইসরায়েলি বাহিনীর ওই দাবি সম্পূর্ণ মিথ্যা।

    এদিকে ইসরায়েলি বাহিনী জোর দিয়ে জানায়, কমপক্ষে ৬ জন চিকিৎসক হামাসের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু তারা এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি। তারা এটাও স্বীকার করেছে যে, সৈন্যরা যখন গুলি চালায় তখন জরুরি বিভাগের ওই কর্মীরা নিরস্ত্র ছিল।

    নিউইয়র্ক টাইমসের শেয়ার করা একটি ভিডিওটিতে দেখা যায়, যানবাহনগুলো রাস্তায় দাঁড়িয়ে ছিল। সে সময় কোনো ধরনের সতর্কতা ছাড়াই ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে সেখানে গুলি চালানো হয়।

    ফুটেজটি পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে চলেছে। সে সময় রেফাত রাদওয়ান নামে এক প্যারামেডিককে শেষ বারের মতো আর্তনাদ করতে শোনা গেছে। হামলার আগে ইসরায়েলি সৈন্যরা গাড়ির দিকে এগিয়ে আসে। সে সময় তাদের কথা বলতে শোনা গেছে।

    গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনীর হামলায় সেখানে এখন পর্যন্ত ৫০ হাজার ৬৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১৫ হাজার ২২৫ জন। গাজাকে রীতিমতো এক ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…