গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ভূমিহীন পরিবারগুলো রবিবার (৬ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা ওই এলাকায় বসবাস করে আসছেন বসতভিটা গড়ে তুলেছেন। কিন্তু হঠাৎ করে বন বিভাগ তাঁদের উচ্ছেদের উদ্যোগ নিয়েছে, যা মানবাধিকারের পরিপন্থী। তারা অবিলম্বে এ অভিযান বন্ধের দাবি জানান।
বক্তারা আরও বলেন, সরকার যদি যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ চালায়, তাহলে তা হবে একটি অমানবিক সিদ্ধান্ত। এ বিষয়ে বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হস্তক্ষেপ কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, ভূমিহীন নেতা নাছির মাস্টার, আবু হানিফ খান, এসআই টুটুলসহ আরও অনেক নেতা-কর্মী।
এসআর