এইমাত্র
  • বরিশালে ব্যবসায়ী হত্যার ঘটনায় বাবা-মেয়ে গ্রেপ্তার
  • বৈশাখে সর্ষে বাটায় ভাপা ইলিশ, রেসিপি দেখুন
  • কালিয়াকৈরে নারীসহ তিন মাদক কারবারি আটক
  • দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ: আজহারি
  • ত্রাণ-সহায়তার না, আফ্রিকার প্রয়োজন দুর্লভ খনিজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ
  • হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ
  • পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রামের বন্দীরা পাবে পান্তা-ইলিশ
  • কৃষ্ণাকে রেখেই ভুটানের পথে সানজিদারা
  • ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত
  • বৈশাখকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে হবিগঞ্জের মৃৎ শিল্পীদের
  • আজ রবিবার, ৩০ চৈত্র, ১৪৩১ | ১৩ এপ্রিল, ২০২৫
    আইন-আদালত

    আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর আত্মসমর্পণ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পিএম

    আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর আত্মসমর্পণ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পিএম
    ছবি: সংগৃহীত

    বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামীপন্থি ৯৩ আইনজীবী আদালতে আত্মসমর্পণ করেছেন।

    রবিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। দুপুর ২টায় জামিনের বিষয়ে শুনানি হবে।

    জামিন চাওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন- ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান খান রচি, সাইবার ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর পিপি নজরুল ইসলাম শামীম, মোরশেদ হোসেন শাহীন।

    আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বলেন, “আমি আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেছি। এ কারণে আমার বিরুদ্ধে এ মামলা দেওয়া হয়েছে। আমি মনে করি, এটা আইনের শাসন ও ন্যায়বিচারের পরিপন্থি হয়েছে।”

    জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে চলাকালে ৪ আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামীপন্থি ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি ঢাকার আদালতে মামলা করেন আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ আলী বাবু। এ ঘটনায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন ১১৫ জন। ৭ এপ্রিল অন্তর্বতী জামিনের মেয়াদ শেষ হবে। জামিনের মেয়াদ শেষ হতে যাওয়ায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন তারা।

    মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট দুপুরে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সম্মুখ থেকে অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দিতে থাকেন।

    এ সময় ভুক্তভোগী আইনজীবী মামলা শুনানি শেষে করে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে আসেন। তখন আসামি আনোয়ার শাহাদাৎ শাওন হেলমেট পরে পিস্তল দিয়ে হত্যার উদ্দেশ্যে তার ওপর গুলি তাক করেন।

    এইচএ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…