ঈদের আনন্দ শেষ, কিন্তু ছুটির আমেজ যেন মিলিয়ে যাওয়ার আগেই শুরু হয়েছে আরেক দুশ্চিন্তা কাজে ফিরতে হবে ঢাকায়। নয় দিনের ছুটি শেষে কর্মস্থলে ফেরার এই যাত্রা যেন আরেক যুদ্ধ! দক্ষিণাঞ্চলের ২১ জেলার কর্মজীবীরা গত শুক্রবার থেকেই ঢাকামুখী হতে শুরু করেছেন, কিন্তু রোববার (৬ এপ্রিল) সেই ভিড় কয়েকগুণ বেড়েছে।
সকাল থেকেই ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে যেন এক বিশাল জনস্রোতের সাক্ষী। একের পর এক বাস ছুটছে, কিন্তু এতেও যাত্রীদের ভোগান্তির শেষ নেই। কেউ সিটের আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, কেউ দাঁড়িয়ে গাদাগাদি করে যাচ্ছেন, আর অনেকে বাধ্য হয়ে গুনছেন অতিরিক্ত ভাড়া।
পাঁচ্চর থেকে ঢাকাগামী বাসের যাত্রী রাসেল দীর্ঘশ্বাস ফেলে বললেন, আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু বাসে ওঠার কোনো উপায় নেই। সব সিট ভর্তি, দাঁড়িয়ে গেলেও গায়ে গায়ে ঠেসে যেতে হচ্ছে। তার ওপর ভাড়া দ্বিগুণ, ১৫০ টাকার ভাড়া ৩০০ টাকা।
আরেকজন যাত্রী আলামিন হতাশার সুরে বললেন, ভোর থেকে এত ভিড় যে মনে হচ্ছে, পুরো দক্ষিণাঞ্চলের মানুষ একসঙ্গে ঢাকায় ফিরছে! বাসে উঠতে পারলেই হলো, মালিকরা যা খুশি তাই ভাড়া নিচ্ছে। প্রতিবাদ করলেই বলে, যেতে চাইলে যান, না হলে থাকেন!
কর্মজীবীরা প্রতিবারের মতো এবারও একই প্রশ্ন তুলছেন এই দুর্ভোগের স্থায়ী সমাধান হবে কবে? নাকি প্রতি ঈদের পর আমাদের এভাবেই ফিরে যেতে হবে এক অনিশ্চিত যাত্রায়? অতিরিক্ত ভাড়ার বিষয়টি সবার নজরে থাকার পরও বাস মালিকদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। তারা যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন, অতিরিক্ত ভাড়া আদায় করছেন, অথচ কেউ কিছু বলতে পারছে না।
অতিরিক্ত ভাড়া আদায় যেন অলিখিত নিয়ম। হয়রানির স্বীকার হচ্ছেন সংবাদকর্মীরাও। গণমাধ্যমকর্মীরা ঢাকামুখী ভিড়ের ছবি তুলতে গেলে তারা মনে করেন তাদের অতিরিক্ত চাঁদা আদায়ের ছবি তুলছে। ঢাকামুখী পরিবহন ও যাত্রীদের ভিড়ের ছবি তুলতে গেলে সময়ের কন্ঠস্বরের প্রতিবেদকের ক্যামেরা কেড়ে নেন বাস কর্তৃপক্ষ।
শিবচর উপজেলার অফিসার ইনচার্জ মো. রতন শেখ বলেন, ইউএনও মহোদয় সাংবাদিক হেনস্থার বিষয়টি আমাকে জানিয়েছে। খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত ভাড়া আদায় ও সংবাদকর্মী হেনস্থার ব্যাপারে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম সময়ের কন্ঠস্বরকে বলেন, আমরা নিয়মিত মোবাইল কোর্ট বসিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়গুলো নিয়মের মধ্যে আনার চেষ্টা করি। সাংবাদিক হেনস্তার ব্যাপারে সেনাবাহিনী ও ওসিকে জানানো হয়েছে।
এসআর