ঈদের ছুটি তিন দিন আগে শেষ হলেও এখনো যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। গত ২৪ ঘণ্টাতেও স্বাভাবিকের চেয়ে আড়াইগুণ যানবাহন চলাচল করেছে। মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ টাকারও বেশি। গত চার দিনের মধ্যে এটাই সর্বোচ্চ টোল আদায়।
মঙ্গলবার (৮ এপ্রিল) এপ্রিল সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
আহসানুল কবির পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৩৫ হাজার ২৩৪টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে চলেছে ১৫ হাজার ১১ এবং উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ২০ হাজার ২২৩টি যানবাহন চলাচল করেছে।
মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৪৫০ টাকা। পূর্ব টোলপ্লাজায় ১ কোটি ৩১ লাখ ৬৪ হাজার ৭০০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৫৫ হাজার ৭৫০ টাকা।
এর আগে, সোমবার ৩৬ হাজার ৯৪৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৯ লাখ টাকারও বেশি। রোববার টোল আদায় হয় ২ কোটি ৬৬ লাখ টাকার বেশি।
এইচএ