বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করা হয়েছে। শোভাযাত্রা, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক তৈরী, মেলা, পালা, কনসার্টসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে৷
নববর্ষ উপলক্ষে ক্যাম্পাসে সাজ সাজ রব ছিল কয়েকদিন ধরেই। তারই ধারাবাহিকতায় পহেলা বৈশাখেও ছিল আনন্দের আমেজ। সকালে চারুকলা অনুষদের আয়োজনে সূর্যমুখী ও শাপলা ফুল, অরিগামি পাখি, চড়কি, তালপাতার সেপাই, লোকজ খেলনা, গরুসহ বড় গরুর গাড়ির স্থাপত্যসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী নিদর্শনে সজ্জিত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
শোভাযাত্রা শেষে উদ্ভোদনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রেজাউল করিম বলেন, ১৪৩১ বঙ্গাব্দে দেশের মানুষের অসাধারণ ত্যাগ ও সংগ্রামের ফলে আমরা আজ ১৪৩২ বঙ্গাব্দের নববর্ষ একটি মুক্ত পরিবেশে উদযাপন করতে পারছি। এই অর্জনকে ধরে রাখতে আমাদের সবার সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখতে হবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ও পোগোজ ল্যাবরেটরি স্কুল মাঠে বৈশাখী মেলা এবং ভাষাশহীদ রফিক ভবনের নিচতলায় প্রকাশনা প্রদর্শনীর আয়োজন করা হয়। নাট্যকলা বিভাগ মঞ্চস্থ করে জনপ্রিয় যাত্রাপালা ‘ভেলুয়া সুন্দরী’। এছাড়াও, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ এবং উদীচী শিল্পীগোষ্ঠী বিভিন্ন ধরণের পরিবেশনা করেন। ব্যান্ড সংগীত ও কনসার্টের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন।
নববর্ষের আয়োজন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থী রাজিয়া সুলতানা সুখী বলেন, এবার বিশ্ববিদ্যালয়ে মেলার আয়োজন করা হয়েছে, যেটি আনন্দের বাড়তি মাত্রা যোগ করেছে। শোভাযাত্রা, মেলা ইত্যাদি আয়োজনে আজকের দিনটি অনেক উপভোগ্য ছিল।
এমআর