মুন্সীগঞ্জের সিরাজদিখানে মো. শহীদ দেওয়ান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বাস স্ট্যান্ড থেকে ইয়াবাসহ শহীদ দেওয়ানকে গ্রেফতার করেন। তিনি উপজেলার কেয়াইন ইউনিয়নের বড় শিকারপুর গ্রামের আলী দেওয়ানের পুত্র।
উপজেলার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তাইজুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিমতলা বাস স্ট্যান্ডের কাছে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শহীদ দেওয়ানকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং আসামিকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এসআর