এইমাত্র
  • ভাইবোনদের চিৎকার, বাবা-মায়ের হাসি মিস করছেন মেহজাবীন
  • ঢাবি শিক্ষার্থী অংকনের গিনেস রেকর্ড
  • যুক্তরাষ্ট্রের বিদায়, উরুগুয়ের সঙ্গে কোয়ার্টারে পানামা
  • দেশে ফিরেছেন ৪০ হাজার ১১৫ হাজি, মৃতের সংখ্যা বেড়ে ৫৭
  • স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ড, মাসে থাকছে লাখ টাকা
  • আইজিপি পদে আলোচনায় এন্টি টেররিজম ইউনিটের রুহুল আমিন
  • ‘ফেসবুক-ইন্সটাগ্রাম থেকে স্ত্রী’কে বঞ্চিত করাও নিষ্ঠুরতা: ভারতের হাইকোর্ট
  • মাল্টা চাষে সফল মাধবপুরের তরুণ উদ্যোক্তা সফিউল
  • সাজেকে পাহাড়ি ঢলে আটকা পড়েছে ৬ শতাধিক পর্যটক
  • পাহাড়ি ঢলে তৃতীয় দফায় বন্যার মুখে সিলেট
  • আজ মঙ্গলবার, ১৮ আষাঢ়, ১৪৩১ | ২ জুলাই, ২০২৪
    শিক্ষাঙ্গন

    কাল থেকে অনির্দিষ্টকালের জন্য জবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৩:৩৮ পিএম
    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৩:৩৮ পিএম

    কাল থেকে অনির্দিষ্টকালের জন্য জবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৩:৩৮ পিএম

    সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহারের দাবিতে আগামীকাল সোমবার (১ জুলাই) থেকে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

    বৈষম্যমূলক প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন এবং প্রতিশ্রুত সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি পালিত হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির নেতারা।

    রবিবার (৩০ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মমিন উদ্দিন ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

    বিবৃতিতে শিক্ষক নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন। সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি নিম্নরূপ :

    ১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস সমূহ বন্ধ থাকবে।

    ২. অনলাইন, সান্ধ্যকালীন ক্লাস, শুক্র ও শনিবারের প্রফেশনাল কোর্সের ক্লাস ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।

    ৩. মিডটার্ম, ফাইনাল, মৌখিক ও ভর্তি পরীক্ষাসহ কোনও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

    ৪. বিভাগীয় অফিস, সেমিনার, কম্পিউটার ল্যাব ও গবেষণাগার বন্ধ রাখবেন। একাডেমিক কমিটি, সমন্বয় ও উন্নয়ন কমিটি, প্রশ্নপত্র সমন্বয় সভা অনুষ্ঠিত হবে না।

    ৫. ভর্তি পরীক্ষাসহ ডিন অফিসের সকল কর্যক্রম বন্ধ থাকবে।

    ৬. কোনও সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে না।

    ৭. দায়িত্বপ্রাপ্ত কোন শিক্ষক প্রশাসনিক কোন দায়িত্ব পালন করবেন না।

    শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, আমরা আগেই নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিলাম। আমাদের দাবি আজ পর্যন্ত না মানা হলে আগামীকাল ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাব। কাল থেকে সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। কোনো কাজ কেউ করবে না। বিভাগগুলোকেও আমরা সেটা জানিয়ে দিয়েছি।

    শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, অনলাইন, সান্ধ্যকালীন ক্লাসও বন্ধ থাকবে। সব পরীক্ষা বর্জন করা হবে। মিডটার্ম, ফাইনাল পরীক্ষা কিছু অনুষ্ঠিত হবে না। কোনো দপ্তরে কর্মকর্তা-কর্মচারীও কাজ করবেন না।

    এদিকে (রবিবার) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষকদের এই যৌক্তিক দাবি না মানা হলে আগামীকাল পহেলা জুলাই থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…