কুমিল্লায় কোটা বিরোধী আন্দোলনকারীরা প্রায় দুই ঘণ্টা অবরোধ করার পর ছেড়ে দিয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এতে মহাসড়কের উভয় পাশেই যান চলাচল স্বাভাবিক হয়।
চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে, মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৪টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অবরোধ করে রাখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে, সন্ধ্যা ৬ টার দিকে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। এতে প্রায় ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, বিকাল পৌনে ৪টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় পুলিশের অবস্থান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন অবরোধকারীরা। এসময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার ব্যবহৃত গাড়িটি ব্যাপক ভাঙচুর করা হয়।
এসময় সাধারণ পথচারীর একটি মোটরসাইকেলসহ দুইটি গাড়ি ভাঙচুর করা হয়। এসময় গাড়িতে অবস্থান করা চার পুলিশ সদস্য আহত হন। এছাড়া আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।