কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর আলম (৩৯) নামে এক গ্রামীণ ব্যাংকের কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়ভাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম (৩৯) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের শামছুল হকের ছেলে। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলোচিয়া গ্রামীণ ব্যাংক শাখায় অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, জাহাঙ্গীর আলম অফিস শেষে মোটরসাইকেলে করে তাঁর গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়ভাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন গ্রামীণ ব্যাংক কর্মকর্তা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকআপ জব্দ করা হয়েছে। ঘটনার পর পরই পালিয়ে যান পিকআপের চালক। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এনআই