চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে পালিত হচ্ছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে রাজপথে অবস্থান নিয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে ইউনিভার্সিটি ফটকের সামনে অবস্থান গ্রহণ করেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে সদরঘাট-গাবতলি সড়ক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
কর্মসূচির প্রায় সাড়ে চার ঘণ্টা পেরিয়ে গেলেও রাজপথ ছাড়েননি শিক্ষার্থীরা। এ ছাড়া, ইউল্যাবের সঙ্গে একাত্মতা প্রকাশ কর্মসূচিতে যোগ দেন বাংলাদেশ ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
সড়ক বন্ধের পাশাপাশি আশপাশে থাকা প্রতিটি দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেন শিক্ষার্থীরা। তবে রোগীবাহিত অ্যাম্বুলেন্স নিজ দায়িত্বে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করছেন তারা।
কর্মসূচি চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীকে আশেপাশে দেখা যায়নি, এখন (বিকেল ৫টা) পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
এসএফ