বাগেরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছে। আহতরা হলেন- এশিয়ান টেলিভিশন এর বাগেরহাট জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামান, দীপ্ত টেলিভিশন এর বাগেরহাট জেলা প্রতিনিধি মো. মামুন আহমেদ, ডিবিসি নিউজ টেলিভিশন এর বাগেরহাট প্রতিনিধি সৈকত মন্ডল।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার আলীপুর এলাকার মো. রাসেল, ইয়াকুব ও লুকসারের নেতৃত্বে চিহ্নিত সশস্ত্র দুর্বৃত্তের দল তাদের বেধড়ক মারপিট করে ক্যামেরা, মোবাইল ও মোটরসাইকেল ভাংচুর করে একটি ঘরে জিন্মি করে রাখে।পরে সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে নিয়ে আসে। এই বিষয়ে ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
এমআর