কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে গত কয়েক দিন আগে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তথ্য সুত্রে জানা যায়, ১৪ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরের দিকে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের অন্তর্গত নয়াপাড়া ২৬ নং রোহিঙ্গা ক্যাস্প সংলগ্ন গহীন পাহাড়ী এলাকায় রোহিঙ্গা কিশোররা বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে বিষয়টি ক্যাম্পের রোহিঙ্গা জনগোষ্ঠীদের কাছে অবিহিত করে।
এরপর ক্যাম্পে থাকা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাত,পা বাঁধা অবস্থায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
এদিকে মরদেহটি উদ্ধার করার পর উপস্থিত রোহিঙ্গাদের মাধ্যমে পুলিশ জানতে পারে উদ্ধার মরদেহটি হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা রেজিষ্টার ক্যাম্পের বি-ব্লকের শেড-১০৬৩/৪, এমআরসি-৫৪৪৩২ এর বাসিন্দা আব্দুল কুদ্দুসের পুত্র মোহাম্মদ শরিফ (২৩)।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন সময়ের কন্ঠস্বরকে জানান, ক্যাম্প সংলগ্ন পাহাড়ে বস্তাবন্দি লাশ পড়ে থাকার খবরটি শুনার পর (মঙ্গলবার) বিকালের দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।
ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষ হওয়ার পর যুবকের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
উল্লেখ্য-গত ১০/১৫ দিন আগে রোহিঙ্গা ডাকাত আলম গ্রুপ এবং ডাকাত শফি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। উক্ত ঘটনার পর থেকে শফি নিখোঁজ ছিল। স্থানীয় ও রোহিঙ্গা শনাক্ত করে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া মরদেহটি ডাকাত শফির।
এফএস