বিএম কলেজের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সাগর মৃধাসহ (২৩) তিনজনকে কুপিয়েছে চিহ্নিত সন্ত্রাসী কালা মাসুদ ওরফে দা মাসুদ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বরিশাল নগরীর কলেজ এভিনিউ পুকুর পাড়ে এই ঘটনা ঘটে। আহতদের বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত মাসুদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ২১টি মামলা রয়েছে। তারপরও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে টাকার বিনিময়ে নানান সন্ত্রাসী কার্যক্রম করলেও তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর মৃধা ও তার দুই বন্ধু বাসায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা কালা মাসুদসহ ২০/২৫ জন তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তখন তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসী কালা মাসুদ বাহিনী পালিয়ে যায়।
থানা সূত্রে জানা যায়, কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে আছে। কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। অথচ কালা মাসুদ একজন ভারাটে খুনি। বরিশাল নগরীসহ বাকেরগঞ্জ উপজেলায় অর্ধশত ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনা ঘটিয়েছে এই কালা মাসুদ। টাকার বিনিময়ে ভাড়ায় মানুষ কুপিয়ে থাকে কালা মাসুদ।
বিএম কলেজের সমন্বয়ক শাহাবুদ্দিন ও জিয়াউর রহমান নাঈম বলেন, সন্ত্রাসী কালা মাসুদের নামে হত্যা, ডাকাতিসহ ২১টি মামলা রয়েছে। এরকম একটা সন্ত্রাসী কিভাবে প্রকাশ্যে থাকে? সন্ত্রাসী কালা মাসুদকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, কোপানোর ঘটনা শুনেই ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। এছাড়া কালা মাসুদকে গ্রেফতার করতে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এমআর